• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
অন্বেষার ‘চাঁদ হাসে’

সঙ্গীতশিল্পী অন্বেষা দত্ত গুপ্তা (মাঝখানে)

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

অন্বেষার ‘চাঁদ হাসে’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ জুলাই ২০১৮

সম্প্রতি ‘চাঁদ হাসে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের সঙ্গীতশিল্পী অন্বেষা দত্ত গুপ্তা। তোফায়েল হোসেন তপনের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন মুনতাষির তুষার। বাংলাদেশ ও কলকাতার যৌথ একটি প্রজেক্টে গানটি থাকবে বলে জানান সঙ্গীত পরিচালক তুষার। এই প্রজেক্টে আরো থাকছেন শ্রীকান্ত আচার্য, বাংলাদেশের প্রিয়াঙ্কা গোপ ও প্রিয়।

প্রজেক্টটি নিয়ে সঙ্গীত পরিচালক তুষার বলেন, ‘এটি আমাদের একটি ড্রিম প্রজেক্ট। অনেক যত্ন নিয়ে আমি গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছি। দুই দেশের শিল্পীদের নিয়ে কাজ করতে পেরে ভালো লাগছে। এরই মধ্যে গানগুলোর কাজ শেষ হয়েছে। খুব শিগগির দুই বাংলায় গানগুলো প্রকাশ করা হবে।’

ভারতের অন্বেষা বাংলাদেশেও জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে গান নিয়ে মুম্বাই ও কলকাতায় দারুণ ব্যস্ত সময় পার করছেন এই সঙ্গীতশিল্পী। পাশাপাশি বাংলাদেশের গানেও তাকে পাওয়া যাচ্ছে। সম্প্রতি ‘মেহেদী রাঙিয়ে’ শিরোনামে বাংলাদেশের একটি গানেও কণ্ঠ দিয়েছেন অন্বেষা। গানটির সুর ও সঙ্গীত করেছেন আশেক মনজুর। ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন কলকাতার রাতাশ্রী দত্ত। থ্রিপি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads