• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
শ্যামল-ঊর্মিলার ‘মোহমায়া’

অভিনেতা শ্যামল মাওলা ও ঊর্মিলা শ্রাবন্তী কর

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

শ্যামল-ঊর্মিলার ‘মোহমায়া’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ জুলাই ২০১৮

জয় একজন সাইকিয়াটিস্ট আর মিতু জয়ের স্ত্রী। মিতু বেশ ধৈর্যশীল, শান্ত স্বভাবের ও মিষ্টি একটি মেয়ে। তারা দুজন স্বাভাবিক দাম্পত্য জীবন যাপন করতে থাকে। মিতুর প্রতিটি ব্যাপারেই জয় গুরুত্ব দেয়। মিতুও জয়ের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে খুব সচেতন। হঠাৎ হাসান নামের এক মানসিক রোগী জয়ের কাছে আসে। জয় হাসানের চিকিৎসা করতে থাকে। চিকিৎসা চলাকালীন জয় ও হাসানের মাঝে এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি হয়। হাসান আসার কারণে জয় ও মিতুর দাম্পত্য জীবনে একটি অজানা গল্পের সূত্রপাত ঘটে। এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মোহমায়া’।

কারুকাজ প্রডাকশনের ব্যানারে নাটকটি নির্মাণ করছেন আর কে সরকার। শুভ্র সরখেলের রচনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও ঊর্মিলা শ্রাবন্তী কর। এই নাটকটিতে আরো অভিনয় করছেন এফএস নাঈম, সুস্মিতা দত্ত, রিয়া চৌধুরী প্রমুখ। আসছে ঈদে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে বলে জানান নির্মাতা আর কে সরকার।

নাটকটি প্রসঙ্গে শ্যামল মওলা বলেন, ‘নাটকটির গল্প খুবই চমৎকার। বর্তমান সময়ের গতানুগতিক ধারার চেয়ে ভিন্ন কিছু দর্শক উপভোগ করতে পারবে।’ ঊর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘পরিচালক খুব যত্ন নিয়ে কাজটি করছেন। শ্যামল ভাইয়ের সঙ্গে কাজ করতে সব সময় ভালো লাগে। নাটকটি দর্শকদের একটু হলেও ভাবাবে।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads