• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ফেরদৌস-পূর্ণিমার ‘জ্যাম’

চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

ফেরদৌস-পূর্ণিমার ‘জ্যাম’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত নতুন ছবি ‘জ্যাম’-এর মহরত। প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হবে ছবিটি। গতকাল সোমবার মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, মান্নাপত্নী শেলী মান্না, কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌস, পূর্ণিমা, মান্নাপুত্র সিয়াম ইলতিমাস, নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল, সূচন্দা, এটিএম শামসুজ্জামান ছাড়াও অনেকে।

‘জ্যাম’ ছবিতে চিত্রনায়ক ফেরদৌস ও পূর্ণিমা অভিনয় করবেন জানিয়ে শেলী মান্না বলেন, ‘আমাদের এই অনুষ্ঠানে দুই মন্ত্রী উপস্থিত হয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সূচন্দা আপার মতো অভিনেত্রী আমাদের দোয়া দিয়েছেন, এটাও বড় পাওয়া। আশা করছি ‘জ্যাম’ ছবিটি দর্শকদের পছন্দের সিনেমা হবে।’

কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘মান্না ভাইয়ের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি, সবগুলোই হিট ছবি ছিল। দীর্ঘদিন ধরে আমাদের দুই বাংলার সংস্কৃতির আদান-প্রদান চলছে, কিন্তু দুই বাংলার শিল্পীদের আসা-যাওয়ার পথটা মসৃণ নয়। আমি আশা করব ‘জ্যাম’ ছবির মাধ্যমে মনের জ্যাম দূর করে দুই বাংলার যাতায়াতের পথ সহজ হবে।’

ছবিতে অভিনয় করা প্রসঙ্গে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘মান্না ভাইয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের সর্বশেষ ছবিতে আমি অভিনয় করেছি। দীর্ঘদিন পর আবারো একই প্রযোজনা প্রতিষ্ঠানের ছবিতে অভিনয় করতে যাচ্ছি। ব্যাপারটা সত্যি আমার জন্য আনন্দের। অনেক দিন পর ভালো গল্প পেয়েছি। ছবির গল্প শুনে আমার মনে হয়েছে ছবিটি অনেক ভালো হবে। আশা করি পূর্ণিমা-ফেরদৌস জুটির এ ছবিকে দর্শক গ্রহণ করবেন।’

১৯৯৭ সালে ‘লুটতরাজ’ ছবি প্রযোজনার মাধ্যমে আত্মপ্রকাশ করে মান্নার কৃতাঞ্জলি চলচ্চিত্র। প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর গল্প ভাবনায় ‘জ্যাম’ ছবিটির কাহিনী বিন্যাস করেছেন শেলী মান্না। সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। আমীনুর রহমানের গীতিকবিতায় ছবির টাইটেল গান করেছেন রবিন ইসলাম। ছবিতে আরো অভিনয় করবেন আরেফিন শুভ, মৌসুমী, ওমর সানি, মিশা সওদাগর, অমিত হাসান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads