• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
‘রুবিরন’-এ মৌসুমী

চিত্রনায়িকা মৌসুমী

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

‘রুবিরন’-এ মৌসুমী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জুলাই ২০১৮

আলোকিত মানুষ গড়ার কারিগর আবদুল্লাহ আবু সায়ীদ। আজ তার ৮০তম জন্মদিন। এ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। অনুষ্ঠানমালায় আজ থাকছে আবদুল্লাহ আবু সায়ীদের গল্পে নির্মিত টেলিফিল্ম ‘রুবিরন’।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান মহাব্যবস্থাপক আমীরুল ইসলামের তত্ত্বাবধানে টেলিফিল্মটি পরিচালনা করেছেন মো. মাহফুজুল হক ও মাইনুল হাসান হীরা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সালমান রাইয়ান। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, শহিদুল আলম সাচ্চু, কৃতিকা, কাজী উজ্জ্বল, শিরীন বকুল, বিএম আজাদ, সাজু মেহেদী, শাহনেওয়াজ, তিথি, শারিকা, রিন্টু প্রমুখ।

হারুন রশীদ খন্দকার প্রযোজিত টেলিফিল্মটি আজ বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে। টেলিফিল্মটি সম্পর্কে মাহফুজুল হক বলেন, ‘মূলত একটি কাজের মেয়েকে নিয়ে গল্পটি নির্মিত হয়েছে। চিত্রনায়িকা মৌসুমীকে দেখা যাবে গৃহিণী চরিত্রে। টেলিফিল্মটি থেকে দর্শককে অনেকগুলো বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি টেলিফিল্মটি দেখে দর্শক নতুন করে ভাবতে শুরু করবেন।’

গল্পে দেখা যাবে, একটি মেয়ে জীবনের তাগিদে মানুষের বাড়িতে কাজ করে। কোনো কারণে ওই বাড়ির গৃহিণী কাজের মেয়েটিকে ভুল বোঝেন। তাকে পুলিশে সোপর্দ করার জন্য বাড়ির গার্ডদের হাতে তুলে দেন। গার্ডরা মেয়েটিকে পুলিশে না দিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে গার্ডরা ওই বাড়ি থেকে পালিয়ে যায়। কাজের মেয়েটিও পালিয়ে যায়। ঘটনাক্রমে সে পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়ে। অনেক দিন পর মেয়েটি ফিরে আসে ওই বাড়িতে তার মালকিনের সঙ্গে দেখা করার জন্য। একপর্যায়ে গল্প মোড় নেয়। এভাবেই এগিয়ে চলে টেলিফিল্মটির কাহিনী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads