• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ফিরোজা বেগম স্মৃতি পুরস্কার পেলেন রুনা লায়লা

রুনা লায়লা

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

ফিরোজা বেগম স্মৃতি পুরস্কার পেলেন রুনা লায়লা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ জুলাই ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ পেলেন সঙ্গীতশিল্পী রুনা লায়লা। গতকাল সোমবার বিকালে সিনেট ভবন মিলনায়তনে শিল্পীর হাতে এ সম্মাননা তুলে দেন উপাচার্য মো. আখতারুজ্জামান। সম্মাননা হিসেবে রুনা লায়লাকে দেওয়া হয় দুই ভরি ওজনের সোনার একটি পদক ও এক লাখ টাকা।

এ বিষয়ে রুনা লায়লা বলেন, ‘ফিরোজা বেগমের মতো একজন বরেণ্য সঙ্গীতব্যক্তিত্বের স্মৃতিজড়িত পদক আমাকে দেওয়া হয়েছে। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।’

ফিরোজা বেগম আর তার সঙ্গীতকে স্মরণীয় করে রাখতে ২০১৬ সালে প্রবর্তন করা হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’। প্রতিবছর দেশের একজন বরেণ্য ও অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের স্নাতক পরীক্ষায় এবার সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীকেও দেওয়া হয় এ পদক।

ফিরোজা বেগম ছিলেন উপমহাদেশের বরেণ্য ও কিংবদন্তি নজরুলসঙ্গীত শিল্পী। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর তিনি মারা যান। রুনা লায়লা চলচ্চিত্র ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। এছাড়া গজলশিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ায় তার সুনাম রয়েছে।

এর আগে সাবিনা ইয়াসমীন (২০১৬) ও রেজওয়ানা চৌধুরী বন্যা (২০১৭) ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পেয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads