• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ইলিয়াস কাঞ্চনের আহ্বান

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

ইলিয়াস কাঞ্চনের আহ্বান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েলের মর্মান্তিক মৃত্যু ও বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে এবং দায়িত্বশীলদের দায়িত্বহীন বক্তব্যের প্রতিবাদে মানববন্ধনের ডাক দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। নিসচার পক্ষ থেকে ৩ আগস্ট শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মানববন্ধনে অংশ নিতে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা দেশের সড়ককে নিরাপদ করার লক্ষ্যে দীর্ঘ ২৫ বছর ধরে মাঠেই নেমে আছি। মাঠে থাকব যতদিন না নিরাপদ সড়ক বাস্তবায়ন হয়। শিক্ষার্থীরা আমাদের দেশের মেরুদণ্ড। সড়ক দুর্ঘটনায় আজ দেশের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। এটা সত্যিই দুঃখজনক।’

সবার প্রতি আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘সবাই মিলে সচেতন হই যেন আর কোনো তাজা প্রাণ সড়কের অপঘাতে নিভে না যায়। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই স্লোগানে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads