• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বঙ্গবন্ধুকে নিয়ে নতুন গান

সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে নতুন গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি হচ্ছে আরো একটি গান। ‘পিতার রক্তে রঞ্জিত’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকবি সুজন হাজং। যাদু রিছিলের সুরে এর সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আগামী ৮ জুলাই গানটিতে কণ্ঠ দেবেন দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী।

এই গানটির প্রেক্ষাপট নিয়ে গীতিকবি সুজন হাজং বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের কালজয়ী সংগ্রামী এক চেতনার নাম, যার জন্ম না হলে বাঙালি জাতি-রাষ্ট্র তথা বাংলাদেশের জন্ম হতো না। বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির একটি অনন্য দেশ। এদেশে বৃহত্তর বাঙালি জাতি গোষ্ঠী ছাড়াও অসংখ্য আদিবাসী জনগোষ্ঠী গৌরবময় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই গানটি মূলত অসাম্প্রদায়িক চেতনার গান; যেখানে ৫৬ হাজার বর্গমাইলে মিশে আছে বাঙালি জাতির পিতার রক্ত। বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধার স্মারক হলো এই গান।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অসংখ্য গল্প, কবিতা, গান ও উপন্যাস রচিত হয়েছে। সেগুলোর পাশাপাশি এই গানটিকে কেন নতুন প্রজন্ম আলাদাভাবে গ্রহণ করবে এই বিষয়ে সুজন হাজং বলেন, ‘গানটি মূলত একটি প্রার্থনামূলক গান। গানের কথা, সুর, সঙ্গীতায়োজন ও গায়কী এমনভাবে সংযোজিত হচ্ছে যে; এই গান নির্মিত হলে লাখো কোটি মানুষের মননে বঙ্গবন্ধুর স্বপ্ন প্রতিচ্ছবি হয়ে ধরা দেবে।’

প্রায় একই কথা জানান এ গানের সুরকার যাদু রিছিল। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে অনেক গান এর আগে হয়ে থাকলেও এটা আলাদা। কথায়, সুরে এবং গায়কীতে এটা আগের কোনো গানের মতোই নয়। সে কারণেই নতুন প্রজন্ম এ গান গ্রহণ করবে বলে প্রত্যাশা করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads