• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কালিকা দা’র সঙ্গে স্মৃতি জমে আছে

মডেল ও অভিনেত্রী অপর্ণা ঘোষ

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

কালিকা দা’র সঙ্গে স্মৃতি জমে আছে

  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৮

অপর্ণা ঘোষ। মডেল ও অভিনেত্রী। আজ আগস্ট কলকাতার ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। ফাকরুল আরেফীন খান পরিচালিত এই ছবিতে তিনি অভিনয় করেছেন ফরিদা চরিত্রে। কথা হলো তার সঙ্গে-

আপনার অভিনীত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্র কলকাতায় বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে। কেমন লাগছে?

এটা সত্যি দেশের জন্য অনেক বড় পাওয়া। আমাদের চলচ্চিত্র তো সাধারণত ওখানে তেমন একটা মুক্তি পায় না। আর ভারত যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের একটা অংশজুড়ে রয়েছে, তাই কলকাতার বাঙালিদেরও মুক্তিযুদ্ধ নিয়ে আলাদা আবেগ কাজ করে। বাংলাদেশে ‘ভুবন মাঝি’ মুক্তি পাওয়ার পর থেকে কলকাতার অনেকেই ফেসবুক ইনবক্সে ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছে। আশা করছি, ছবিটি ওখানকার দর্শকদেরও ভালো লাগবে।   

কলকাতায় ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে থাকছেন?

অবশ্যই, আজই কলকাতার উদ্দেশে রওনা হচ্ছি। ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে সেখানে ছবিটি মুক্তি পাচ্ছে। ছবির কলাকুশলীরা সবাই প্রিমিয়ার শো একসঙ্গে দেখব।

গত সপ্তাহে তো ছবিটি নিয়ে লন্ডন ঘুরে এলেন। কেমন ছিল সেখানকার অভিজ্ঞতা?

যেকোনো ফেস্টিভ্যাল আমি ভীষণ উপভোগ করি। কারণ ফেস্টিভ্যালে নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, অভিজ্ঞতা শেয়ার করা যায়। লন্ডনে গিয়ে আমাদের জয়শ্রী কবীরের সঙ্গে দেখা হয়েছিল। এটা অনেক বড় পাওয়া। এর আগে কানাডায় সাউথ ফিল্ম ফেস্টিভ্যালেও অনেকের সঙ্গেই পরিচয় হয়েছিল যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আগে কাজ করত। এবারের উৎসবে মেয়েদের জন্য আলাদা কনফারেন্সের আয়োজন করা হয়। সেখানে আমি আর জয়শ্রী কবীর অংশ নিয়েছিলাম। তার [জয়শ্রী কবীর] কেরিয়ারের নানান অভিজ্ঞতা শুনে নিজে আরো সমৃদ্ধ হয়েছি। সব মিলিয়ে লন্ডনের সময়গুলো দারুণ উপভোগ্য ছিল।   

ছবিটি তো কালিকা প্রসাদকে উৎসর্গ করা হয়েছে। তার সঙ্গে আপনার কোনো স্মৃতি মনে পড়ে?

মুক্তি দেওয়ার সময় কালিকা দাকে উৎসর্গ করার পরিকল্পনা ছিল; কিন্তু তার হঠাৎ চলে যাওয়ায় সবাই খুবই মর্মাহত হয়ে পড়েছিলাম। এরপর সিলেট, চট্টগ্রাম দেশের যেখানেই ছবিটি নিয়ে গিয়েছি, তাকে স্মরণ করেছি। তিনি তার গানের জন্য  ছবিটির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন। কালিকা দার সঙ্গে আমার অনেক স্মৃতি জমে আছে। শুটিংয়ের সময় প্রত্যেক দিন গানের আসর বসত। কালিকা দা যেদিন প্রথম ‘আমি তোমারই নাম গাই’ গানটি শুনিয়েছিলেন সেদিনই ছবির চরিত্রের লাইন-আপ পেয়ে গিয়েছিলাম।

নাটকের খবর বলুন।

এই ঈদে লন্ডনে থাকার কারণে খুব একটা কাজ করা হয়নি। আমার ফোন ভেঙে যাওয়ার কারণে অনেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী ৯-১০ তারিখ সেতু আরিফের নির্দেশনায় একটি নাটকে কাজ করছি। সেটিতে একসঙ্গে দুটি চরিত্রে অভিনয় করব।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads