• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ছোটপর্দায় বাইশে শ্রাবণ

‘মাধো’ নাটকে মাজনুন মিজান এবং ‘নিশীথে’ নাটকে অপি করিম

সংগৃহিত ছবি

আনন্দ বিনোদন

ছোটপর্দায় বাইশে শ্রাবণ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

বাইশে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। রবি ঠাকুরকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে টেলিভিশন চ্যানেলগুলো। উল্লেখযোগ্য কিছু আয়োজনের খবর তুলে ধরা হলো-

চ্যানেল আই : বেলা ১১টা ৩০ মিনিটে চ্যানেল আই স্টুডিও থেকে সম্প্রচার হবে ‘সরাসরি রবীন্দ্রনাথ’। সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানটি চলবে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত। বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘চারুলতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ অবলম্বনে টেলিফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাননু। এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কুমকুম হাসান, সজল, শহিদুল আলম সাচ্চু, মিতানূর, সাগর প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় একক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান ‘২২ শে শ্রাবণ’। রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে রাজু আলীমের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘শ্রাবণের রবীন্দ্রনাথ’।

বাংলাভিশন : রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটক ‘নিশীথে’। মানবিক সম্পর্কের গল্পে নির্মিত হয়েছে নাটকটি। স্বামী-স্ত্রীর বিশ্বাস এবং সংসার-ধর্ম এসব নিয়েই নাটকের গল্প এগিয়ে যায়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপি করিম, রওনক হাসান, নমিরা, জিয়াউল হাসান কিসলু, সোনিয়া প্রমুখ। রওনক হাসানের চিত্রনাট্য ও পরিচালনায় বাংলাভিশনে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

আরটিভি : রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে আরটিভিতে গাইবেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়। আরটিভির বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ক্লাব এশিয়া’তে গাইবেন এই শিল্পী। অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী বিভিন্ন গান গেয়ে শোনাবেন তিনি। অনুষ্ঠানটি রাজধানীর তেজগাঁওস্থ বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও হতে আরটিভিতে সরাসরি সম্প্রচার হবে আজ সোমবার রাত ৮টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ আমীর খসরু।

দুরন্ত টিভি : রবীন্দ্রনাথ ঠাকুরের মাধো কবিতা অবলম্বনে ‘মাধো’ চলচ্চিত্র প্রচার হবে দুরন্ত টিভিতে। মাধো রবীন্দ্রনাথের ‘ছড়ার ছবি’ গ্রন্থের একটি কবিতা। এই চলচ্চিত্রের আখ্যান রচিত হয়েছে ‘মাধো’কে নিয়ে। এই চলচ্চিত্রে পরিণত বয়সের মাধোর দৃষ্টিকোণ থেকে কাহিনী শুরু হয়। পরিণত মাধোর উপলব্ধিতে ধরা দেয় শৈশবের মাধো। বর্তমানের মাধো পাটকলে কাজ করে। শ্রমিক ধর্মঘটের কারণে পাটকল বন্ধ। অবসর কাটে না, তাই মাধো নদীর ঘাটে বসে থাকে। এক দিন নদীপাড়ে একটা কুকুর দেখে মাধোর ছোটবেলার কথা মনে পড়ে যায়। তারও একটা কুকুর ছিল। নাম ‘বটু’। একে একে তার শৈশবের সব কথা মনে পড়ে যায়। নস্টালজিয়ায় ভুগতে থাকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুমনা সিদ্দিকী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইয়ান, মাজনুন মিজান, আজাদ আবুল কালাম, নাজনীন হাসান চুমকী প্রমুখ। আজ বেলা ৩টায় প্রচার হবে নাটকটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads