• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নাটকের মান ‘যথেষ্ট ঠিক’ আছে

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

নাটকের মান ‘যথেষ্ট ঠিক’ আছে

  • প্রকাশিত ০৭ আগস্ট ২০১৮

সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। ছোটপর্দার দর্শকপ্রিয় এই অভিনেত্রী একাধিক ধারাবাহিক ও খণ্ড নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন বৈচিত্র্যময় চরিত্র দিয়ে দর্শকদের কাছেও বেশ গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। সম্প্রতি নানা বিষয়ে আনন্দ-বিনোদনের সঙ্গে কথা বলেন তিনি।

ব্যস্ততা-

আসন্ন ঈদের কাজ নিয়ে ব্যস্ত। এরই মধ্যে বেশকিছু কাজ শেষ করেছি। তার মধ্যে রয়েছে এজাজ মুন্নার ‘আমি এমন তুমি কেমন’, পনির খানের ‘সায়েল’, জাহিদ হাসানের নার্ভাস ব্রেকডাউন, আর কে সরকারের মোহমায়াসহ বেশ কিছু কাজ করলাম। প্রতিটি কাজে দর্শক ভিন্নতা খুঁজে পাবে।

নাটক দেখার মাধ্যম পরিবর্তন-

দিন দিন মানুষের ব্যক্তিগত সময় কমে আসছে। বাড়ছে রাস্তার যানজট। বদলে যাচ্ছে জীবনযাত্রার ধরনও। যে কারণে মানুষ ইচ্ছে থাকলেও আগের মতো টিভি নাটকমুখী হতে পারছে না। তবে হ্যাঁ, ইউটিউবের কল্যাণে যখন খুশি তখন নাটক দেখছে। এ ব্যাপারটা পজেটিভ।

নাটকের মান প্রসঙ্গে­-

নাটকের মান ‘যথেষ্ট ঠিক’ আছে। টিভি নাটকের মান ঠিক না থাকলে এত মানুষ কখনোই নাটক দেখত না। যেটা আপনারা ইউটিউবের ভিউ এবং মানুষের মুখে আলোচনা শুনলেই বুঝতে পারবেন।

নাটকে আজকাল গানের ব্যবহার-

চাইলেই গানটা এখন আগের মতো ব্যবহার করা যায় না। নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে। এতে পরিচালকদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তাছাড়া গান ব্যবহারে অতিরিক্ত খরচাও হয়। পাশাপাশি দৃশ্যধারণের ‘আলাদা’ ঝক্কি তো আছেই। তাই আমার কাছে মনে হয় গল্পের দুর্বলতা ঢাকতে নয়, মানুষের ‘একঘেয়েমি’ দূর করে ভিন্ন ফ্লেভার দিতেই নাটকে গান ব্যবহার করা হয়। আর দর্শকদেরও এ ব্যাপারে ‘পজেটিভ রেসপন্স’ রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads