• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
তিন বছর পর ‘রাজা এবং অন্যান্য’

দীর্ঘ তিন বছর পর আবারো মঞ্চে আসছে ‘রাজা এবং অন্যান্য’

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

তিন বছর পর ‘রাজা এবং অন্যান্য’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ আগস্ট ২০১৮

প্রাচ্যনাট থিয়েটারের নাটক ‘রাজা এবং অন্যান্য’। নাটকটি সবশেষ মঞ্চায়ন হয়েছিল ২০১৫ সালের ২৩ আগস্ট। দীর্ঘ তিন বছর পর আবারো মঞ্চে আসছে ‘রাজা এবং অন্যান্য’ নাটকটি। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। ৯ ও ১০ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটি।

রাজাকে সুদর্শনা বাইরে খোঁজ করেছিল- যেখানে বস্তুকে চোখে দেখা যায়, হাতে ছোঁয়া যায়, ভাণ্ডারে সঞ্চয় করা যায়। বুদ্ধির অভিমানে সে নিশ্চয় স্থির করেছিল যে, বুদ্ধির জোরে সে বাইরেই জীবনের সার্থকতা লাভ করবে। তার সঙ্গিনী সুরঙ্গমা তাকে বলেছিল, অন্তরে নিভৃত কক্ষে যেখানে প্রভু নিজে এসে আহ্বান করেন সেখানে তাকে চিনে নিলে তবেই বাইরে তাকে চিনতে ভুল হবে না।

সুদর্শনা এ কথা মানল না। সে সুবর্ণের রূপ দেখে তার কাছে মনে মনে আত্মসমর্পণ করল। তখন কেমন করে তার চারদিকে আগুন লাগল, কেমন করে তাকে নিয়ে বাইরে লড়াই বেঁধে গেল, কেমন করে আপন রাজার সঙ্গে তার পরিচয় হলো, কেমন করে দুঃখের আঘাতে তার অভিমান ক্ষয় হলো এবং অবশেষে কেমন করে সে প্রভুর সঙ্গ লাভ করল- তাই উঠে এসেছে এ নাটকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads