• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ভালোবাসার সীমান্তে

‘ভালোবাসার সীমান্তে’-নাটকের একটি দৃশ্য

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

ভালোবাসার সীমান্তে

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ আগস্ট ২০১৮

নবাব বিভিন্ন টেইলার্সে শাড়ি সরবরাহ করে। বিউটি একটি টেইলার্সে দর্জির কাজ করে। সেই দোকানে নবাব শাড়ি সরবরাহ করত। দোকানেই তাদের দেখা, কথা বলা, পরিচয় থেকে সম্পর্ক প্রেমে গড়ায়। বিউটি নবাবকে খুব ভালোবাসে। নিম্ন-মধ্যবিত্ত এই দুজনের স্বপ্নের অনেক মিল আছে। দুজনেরই এই শহর ভালো লাগে না। তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও মিলে যায়। তারা দুজনে গ্রামে গিয়ে টেইলার্সের দোকান দেবে। ভবিষ্যৎ চিন্তার জন্য দুজনেই কাজে খুব মনোযোগী। হঠাৎ একদিন কিছু লোক একটি গাড়িতে এসে বিউটিকে অপহরণ করে নিয়ে যায়। নবাব বিউটিকে রক্ষা করতে গিয়ে মার খায়। এক সময় নিজের জীবন নিয়ে পালায় সে। আসলে সে নিজেই বিউটিকে অপহরণ চক্রের কাছে বিক্রি করে দিয়েছে। এভাবে কিছুক্ষণ চলার পর নবাবের উপলব্ধি হয় সে বিউটির সঙ্গে ভালোবাসার অভিনয় করতে করতে সত্যিই তার প্রেমে পড়ে গেছে। নবাব অপহরণকারীদের ফোন দিয়ে বিউটিকে ফেরত দিতে বলে। কিন্তু তারা তার ফোনকে গুরুত্ব দেয় না। নবাব বিউটিকে রক্ষা করার জন্য দিশেহারা হয়ে পড়ে। বিউটির কথা ভেবে তার কষ্ট লাগে। চিন্তা করে যেভাবেই হোক সে বিউটিকে অপহরণকারীদের হাত থেকে রক্ষা করবে।

এমন কাহিনী নিয়েই গড়ে উঠেছে একক নাটক ‘ভালোবাসার সীমান্তে’। ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মনজুরুল আলম। এতে অভিনয় করেছেন আবদুন নূর সজল, আশনা হাবীব ভাবনা প্রমুখ। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads