• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মাহাদী হাসানের হাতে ‘সিএনসি অ্যাওয়ার্ড’

বাংলাদেশের তরুণ চলচ্চিত্রকার মাহাদী হাসান।

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

মাহাদী হাসানের হাতে ‘সিএনসি অ্যাওয়ার্ড’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৮

বাংলাদেশের তরুণ চলচ্চিত্রকার মাহাদী হাসান। ‘স্যান্ড সিটি’ শিরোনামের একটি ফিল্ম প্রজেক্ট তৈরি করেছেন তিনি, যার প্রযোজক রুবাইয়াত হোসেন। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ওপেন ডোর্স বিভাগে নির্বাচিত হয়েছে প্রজেক্টটি। উৎসবের ‘সিএনসি অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন মাহাদী হাসান। পুরস্কারের অংশ হিসেবে ফরাসি জাতীয় চলচ্চিত্র ও অ্যানিমেশন কেন্দ্র থেকে মাহাদী হাসান পাচ্ছেন আট হাজার ইউরো। পাশাপাশি তার প্রজেক্টের চিত্রনাট্যের কাজ শেষ করতে দুই মাসের জন্য সুইজারল্যান্ড অবস্থানের সুযোগও পেয়েছেন তিনি।

এবার উৎসেব ওপেন ডোর্স স্ক্রিনিংয়ে দেখানো হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’, মাহাদী হাসানের ‘ডেথ অব আ রিডার’ ও অং রাখাইনের ‘দ্য লাস্ট পোস্ট অফিস’। ৭১তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ‘ওপেন ডোর্স ল্যাবে’ অংশ নিয়েছেন বাংলাদেশের আরেক প্রযোজক আরিফুর রহমান। এর আগে ‘ওপেন ডোর্স হাবে’ পুরস্কার জিতেছিলেন কামার আহমাদ সাইমন ও রুবাইয়াত হোসেন।

১ আগস্ট পর্দা উঠেছিল বিশ্বের অন্যতম নামকরা চলচ্চিত্র উৎসব লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের। ১১ আগস্ট পর্দা নামার কথা রয়েছে উৎসবের। উৎসবে ২০১৯-২১ সালের জন্য ওপেন ডোর্স নির্ধারণ করা হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া ও মঙ্গোলিয়ার নির্মাতাদের জন্য। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস ও মঙ্গোলিয়ার নির্মাতারা অংশ নেওয়ার সুযোগ পাবেন এতে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads