• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
জাহিদ হাসান-ঊর্মিলার নার্ভাস ব্রেক ডাউন

অভিনেতা জাহিদ হাসান ও ঊর্মিলা শ্রাবন্তী কর

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

জাহিদ হাসান-ঊর্মিলার নার্ভাস ব্রেক ডাউন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ আগস্ট ২০১৮

এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটক ‘নার্ভাস ব্রেক ডাউন’। ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার করা হবে নাটকটি। কমেডিনির্ভর নাটকটি রচনা করেছেন শৌর্য দীপ্ত সূর্য। পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, ঊর্মিলা শ্রাবন্তী কর, আলীরাজ, রাশেদা চৌধুরী, নুর-ই আলম নয়ন প্রমুখ।

হাসনাত একটি বেসরকারি কোম্পানিতে এক্সিকিউটিভ পদে মৌখিক পরীক্ষা দিতে আসে। ইন্টারভিউ বোর্ডের লোকেরা যখন হাসনাতের ঠিক একজন আগের প্রার্থীকে ডাকে, তখনই সে টেনশনে ওয়াশ রুমে ঢোকে। বন্ধুরা অনেক ধাক্কাধাক্কির পর সে ওয়াশরুম থেকে বের হয়। এরপর সুযোগ পেয়ে হাসনাত খুব জোরে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু বন্ধুরা তাকে ধরে নিয়ে এসে ইন্টারভিউ বোর্ডে বসায়। বোর্ডের সদস্যরা অবাক হয়ে দেখে যে, হাসনাত কোনো দিন কোনো পরীক্ষায় সেকেন্ড হয়নি। ইন্টারভিউ বোর্ডকে অবাক করে হাসনাত তাদের সব প্রশ্নের উত্তর দেয়। এভাবেই গল্পে শুরু।

গল্পে আরো দেখা যাবে, একালের জমিদারের উত্তরসূরি এখলাস হোসেন তার একমাত্র পুত্র হাসনাতকে কঠিন নিয়মকানুন আর অনুশাসনের মধ্য দিয়ে বড় করেছেন। বাবার সামনে এলেই হাসনাতের হাত-পা কাঁপতে থাকে। কঠিন অনুশাসনের মধ্যে হাসনাত বড় হয়েছে। তার বাবার আদেশ অনুযায়ী তাকে প্রত্যেক পরীক্ষায় প্রথম হতে হতো। এই কারণেই প্রতি পরীক্ষার দিন হাসনাত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু তার বাবার লোকেরা পরীক্ষার দিন হাসনাতকে জোর করে বসিয়ে দিত। এই নিয়মের মধ্যে হাসনাতের মধ্যে পরীক্ষা ভীতি তৈরি হয়। তৈরি হয় এক ধরনের ‘নার্ভাস ব্রেক ডাউন’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads