• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
লোকার্নো চলচ্চিত্র উৎসবে খনা টকিজের অর্জন

স্যান্ড সিটি প্রকল্পটি প্রযোজনা করেছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

লোকার্নো চলচ্চিত্র উৎসবে খনা টকিজের অর্জন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ আগস্ট ২০১৮

সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস প্রজেক্টের সমাপনী বছরে বাংলাদেশের ভিন্নধারার ছবি নির্মাতা প্রতিষ্ঠান খনা টকিজের ঝুলিতে আরো একটি অর্জন যোগ হলো। তিন বছর মেয়াদি এ প্রজেক্টের ওপেন ডোরস হাব বিভাগে এ বছর ‘স্যান্ড সিটি’ প্রকল্পে বাংলাদেশের নির্মাতা মেহেদী হাসান ও চলচ্চিত্রটির প্রযোজক রুবাইয়াত হোসেন অর্জন করে নিয়েছেন সিএনসি অ্যাওয়ার্ড। একই সঙ্গে ‘স্যান্ড সিটি’র চূড়ান্ত পর্যায়ের স্ক্রিপ্টের কাজ শেষ করার জন্য সুইজারল্যান্ডে দুই মাস অবস্থানেরও সুযোগ পেয়েছেন এ নির্মাতা।

আনুষ্ঠানিকভাবে মেহেদী হাসানের হাতে এ পুরস্কার তুলে দেয় ওপেন ডোরস কর্তৃপক্ষ। স্যান্ড সিটি প্রকল্পটি প্রযোজনা করেছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ।

মেহেদী হাসানের এ অর্জন নিয়ে প্রযোজক ও নির্মাতা রুবাইয়াত হোসেন নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। শুরুতেই তিনি এ সফলতার জন্য মেহেদীকে অভিনন্দন জানান। এরপর ধন্যবাদ জ্ঞাপন করেন ওপেন ডোরস টিম, বিচারক এবং এতে অংশ নেওয়া অন্যদের প্রতি। গত বছর এ বিভাগে রুবাইয়াত অংশ নিয়েছিলেন তার ‘মেড ইন বাংলাদেশ’ প্রকল্প নিয়ে। প্রকল্পটি সেবার অর্জন করে নিয়েছিল আর্টে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।

লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস প্রজেক্টের নন-কম্পিটেটিভ বিভাগ ওপেন ডোরস স্ক্রিনিংয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে খনা টকিজ প্রযোজিত অং রাখাইনের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্য লাস্ট পোস্ট অফিস’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads