• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আবেগাপ্লুত কুমার বিশ্বজিৎ

চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

আবেগাপ্লুত কুমার বিশ্বজিৎ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০১৮

বৈশাখী টেলিভিশনের স্টুডিও। ঈদের অনুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’-এর দৃশ্য ধারণের জন্য প্রস্তুত স্টুডিওটি। সময়মতো স্টুডিওতে হাজির হয়ে গেলেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। একে একে ১৪টি গান গাইলেন তিনি। পাশাপাশি গাওয়া গানের সৃষ্টি নিয়ে কথা, প্রথম গাওয়ার স্মৃতি, তাকে নিয়ে গান লেখার জন্য বউয়ের আবদারসহ বিভিন্ন স্মৃতিচারণও করছিলেন কুমার বিশ্বজিৎ। এসবের মাঝেই হঠাৎ আপ্ল্লুত হয়ে পড়েন তিনি।

অনুষ্ঠানের শেষদিকে মাকে নিয়ে গান করেন কুমার বিশ্বজিৎ। মাকে নিয়ে গানটি গেয়ে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় তার দু’চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আঙুল দিয়ে মোছেন চোখের পানি। খানিকটা সময় কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন জনপ্রিয় এ গায়ক।

হঠাৎ এমন নস্টালজিক হওয়ার কারণ জানতে চাইলে কুমার বিশ্বজিৎ বলেন, ‘যখন এই গানগুলো গাই তখন সত্যিই নস্টালজিয়া কাজ করে। আমি হারিয়ে যাই সেই সময়ে, সেই স্মৃতিতে। স্মৃতিকাতরতা বলতে যা বোঝায় তাই। কখনো আনন্দ, কখনো বেদনা— এমন নানা রকম আবেগ উপলব্ধি কাজ করে আমার ভেতর।’

তিনি আরো বলেন, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ দিয়ে শুরু। সেই পুতুলের বয়সও এখন ৩৬ বছর। আমি এখনো ক্রিজে টিকে আছি, মানুষের ভালোবাসা না থাকলে এটা কখনই সম্ভব হতো না। তাই মহান স্রষ্টার প্রতি আমি কৃতজ্ঞ। কারণ, আমি যতটুকু চেয়েছি, পেয়েছি তারও অনেক বেশি।’

ঈদের এ অনুষ্ঠানে কুমার বিশ্বজিতের সঙ্গে যারা মিউজিশিয়ান ছিলেন এ গানগুলো তাদেরও অনেক প্রিয়। গানগুলো বৈশাখী টিভির দর্শকদেরও অনেক ভালো লাগবে বলে আশা করেন তিনি। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অনন্যা প্রীতি। ঈদের দ্বিতীয় দিন বেলা ১১টায় বৈশাখী টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads