• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
নতুন বন্ড স্টার ইদ্রিস এলবা

হলিউড স্টার ইদ্রিস এলবা

ছবি : ইন্টারনেট

আনন্দ বিনোদন

নতুন বন্ড স্টার ইদ্রিস এলবা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

‘হোয়াইট স্কটিশ সুইস ম্যান’। ইয়ান ফ্লেমিংয়ের ‘জেমস বন্ড’ বইয়ে বন্ড এমনই একজন শ্বেতাঙ্গ পুরুষ ছিলেন। কিন্তু তাই বলে যে জেমস বন্ড চরিত্রে কখনো কৃষ্ণাঙ্গ কাউকে দেখানো যাবে না, এমন কথা তো কোথাও লেখেননি ফ্লেমিং। আবার কোনো মহিলাও জেমস বন্ড হতে পারবেন না, এমন ভবিষ্যদ্বাণীও করে যাননি ফ্লেমিং। আর তাই তো আকাশে-বাতাসে এত জল্পনা। শোনা যাচ্ছে, ব্রিটিশ হলিউড স্টার ইদ্রিস এলবা নাকি পরবর্তী জেমস বন্ড হওয়ার দৌড়ে অনেকখানিই এগিয়ে। পরিচালক এন্টোনি ফুকুয়ার সঙ্গে দিন কয়েক আগেই মিটিং হয়েছিল প্রযোজক বারবারা ব্রোক্কলির। ‘গোল্ডেন আই’-এর পর থেকে সব জেমস বন্ড ছবির প্রযোজক তিনি। সেখানে ফুকুয়াকে ব্রোক্কলি বলেছিলেন, ‘সময় চলে এসেছে। বন্ডের রোলে একজন কৃষ্ণাঙ্গ মানুষের অভিনয় করার সময়টা একেবারে দোরগোড়ায়।’

কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? ফুকুয়ার এই প্রশ্নে ব্রোক্কলির উত্তর, ‘এক দিন তো হবে নিশ্চয়ই। আর ঘণ্টা বাঁধার দৌড়ে সব থেকে প্রথমে এলবাকেই দেখতে পাচ্ছি। কেবল রঙটা বাদ দিয়ে ওর মধ্যে একটা বন্ড হওয়ার সবরকম লক্ষণ আমি দেখতে পাই।’

টিভি সিরিজ, ওয়েব সিরিজ আর একাধিক ছবিতে অভিনয় করেছেন ইদ্রিস। ‘থর’, ‘ঘোস্ট রাইডার’, ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি আওয়ার’, ‘দ্য ডার্ক টাওয়ার’ ইত্যাদি একাধিক ছবিতে অভিনয় করেছেন ইদ্রিস। মুক্তির অপেক্ষায় ‘হব্বস অ্যান্ড শাও’ ইদ্রিসের একটি ছবি।

যেদিন থেকে ড্যানিয়েল ক্রেগের নাম ‘জিরো জিরো সেভেন’-এর সঙ্গে জড়িয়েছে, ঠিক সেদিন থেকেই ইদ্রিস এলবা ওয়েটিং লিস্টে। ড্যানি বয়েলের ‘বন্ড টোয়েন্টি ফাইভ’-এ দেখা যাবে ড্যানিয়েলকে। এমনকি এরপরও যে ড্যানিয়েলের জেমস বন্ড চরিত্রে অবতীর্ণ হতে অসুবিধা নেই সে কথাও জানিয়েছেন আগেই। তবে জল্পনা আরেকটু বাড়িয়ে দিয়েছিলেন জর্জ ক্লুনি। ২০১৭ সালের সেপ্টেম্বরে সংবাদ মাধ্যম ভ্যারাইটিকে ক্লুনি বলেছিলেন, ‘আমার মনে হয় পরবর্তী জেমস বন্ড ইদ্রিস এলবার হওয়া উচিত। আর ইদ্রিস বন্ড হলে সেটা একটা বিশ্ব সিনেমার ইতিহাসে বড় একটা পদক্ষেপ নেওয়া হবে।’

কিন্তু যাকে নিয়ে এত হট্টগোল, এত জল্পনা, তার মুখে বরাবরই কুলুপ। কিন্তু এভাবে আর কত দিন? হয় কথায় না হয় হাবেভাবে ভক্তদের সামনে মনের দরজাটা তো খুলতেই হবে।

হলোও ঠিক তাই। সোশ্যাল মিডিয়ার দেয়ালগুলো যখন ‘ব্ল্যাক বন্ড’ নিয়ে নানান পোস্টে ভরপুর, তেমনই এক সময়ে নিজের হাই ফিল্টার্ড একটা ছবি দিয়ে ইদ্রিস লিখলেন, ‘মাই নেম ইজ এলবা! ইদ্রিস এলবা।’ ঘণ্টাখানেক পরেই ফের আরেকটা পোস্ট। সেখানে আবার  র্যাপ গ্রুপ ‘পাবলিক এনিমি’ একটা গানের টাইটেল তুলে দিলেন ‘ডোন্ট বিলিভ দ্য হাইপ!’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads