• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী

সুজন হাজং

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী

  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

আজ প্রকাশ হচ্ছে ফাহমিদা নবীর কণ্ঠে গাওয়া বঙ্গবন্ধুকে নিয়ে গান ‘পিতার কণ্ঠে’। গানটি লিখেছেন কবি সুজন হাজং। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তার কবিতা থেকে গানটির সুর করেছেন যাদু রিছিল। সুজন হাজংয়ের কবিতা থেকে তৈরি হচ্ছে একটি পূর্ণাঙ্গ দেশের গানের অ্যালবামও। সেসব বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন জিয়াউল জিয়া-

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা থেকে গান করতে কেন উদ্বুদ্ধ হলেন?

বঙ্গবন্ধু বিশ্বের নিপীড়িত, শোষিত মানুষের কাছে এক সংগ্রামের নাম। চেতনার নাম। বঙ্গবন্ধু ইতিহাসের চিরসবুজ নায়ক। তার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে আরো বিস্তৃতভাবে ছড়িয়ে দিতেই গান করতে উদ্বুদ্ধ হই।

বঙ্গবন্ধুকে নিয়ে আগেও অনেক গান হয়েছে। এখনো হচ্ছে। আপনার লেখা এ গানের মাধ্যমে বিশেষ কোন বার্তা যাবে নতুন প্রজন্মের কাছে?

বঙ্গবন্ধু পুরনো নয়। তিনি সব সময় নতুন। তার সংগ্রামী চেতনা তাকে মৃত্যুঞ্জয়ী করেছে। তার সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে নতুন প্রজন্মের। বিশেষ করে আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি। সে কারণেই বঙ্গবন্ধুকে নিয়ে নতুন গান-কবিতা সৃষ্টি হচ্ছে। আরো বহু বছর ধরেই তা হবে।

আপনার লেখা গীতিকবিতা নিয়ে একটা পূর্ণাঙ্গ দেশের গানের অ্যালবাম হচ্ছে। সে অ্যালাবামের গানের মাধ্যমে কোন বার্তা পাবে এই প্রজন্ম?

দেশ হচ্ছে মা। মাকে ভালোবাসতে হয়, ভক্তি করতে হয়। আমরা এমন এক দেশে জন্ম নিয়েছি, যা পৃথিবীর মধ্যে অন্যতম সুন্দর দেশ। নাগরিক হিসেবে দেশের প্রতি আমাদের কিছু দায় থাকে। নতুন প্রজন্মের মধ্যে দেশের প্রতি শ্রদ্ধা-ভক্তির বীজ বুনতে হবে আমাদেরই। সে উদ্দেশ্য নিয়েই দেশের গানের অ্যালবামটি তৈরি হচ্ছে।

কারা গাচ্ছেন সে গানগুলো?

দেশসেরা কণ্ঠশিল্পীরাই গাচ্ছেন। সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিত, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, জেমস— আপাতত এই শিল্পীদের কণ্ঠ দেওয়ার ব্যাপারটা নিশ্চিত।

কবে নাগাদ অ্যালবামটি প্রকাশ পেতে পারে?

যতটুকু বুঝছি তাতে এমন একটা তারকাসমৃদ্ধ গানের অ্যালবাম অ্যারেঞ্জ করা কিছুটা ঝক্কির। সবার সময় বের করে এক অ্যালবামে আনাটাই বড় চ্যালেঞ্জ। তবুও কাজ চলছে। সম্ভবত আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে অ্যালবামটি প্রকাশ হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads