• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বাবার গানে ফাহমিদা ও সামিনা

কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

বাবার গানে ফাহমিদা ও সামিনা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৮

কিংবদন্তি সঙ্গীতশিল্পী মাহমুদুন্নবীর গানে কণ্ঠ দিয়েছেন তার দুই মেয়ে ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। সম্প্রতি ‘আমার গানের প্রান্তে’ শিরোনামের অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন। অ্যালবামটি প্রকাশের পর বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন ফাহমিদা নবী।

এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘বাবার হাত ধরেই সঙ্গীতজীবনে পথচলা শুরু। এ রকম একজন কিংবদন্তি শিল্পীর গান গাওয়া অনেক সম্মানের। বাবার ভক্তরা এখনো গানগুলো মনে রেখেছেন। তারা বাবার গানগুলো এখনো শুনেন। বাবার প্রতি তার ভক্তদের ভালোবাসা দেখলে অন্যরকম অনুভূতি তৈরি হয় আমার মধ্যে।’

অ্যালবামে মাহমুদুন্নবীর গাওয়া ‘অনেক সেধেছি সুর’, ‘ওগো মোর মধুমিতা’, ‘তুমি যে আমার কবিতা’ ও ‘আমি আগুনকে ভয় পাই না’ গানগুলো গেয়েছেন সামিনা চৌধুরী। ফাহমিদা নবী কণ্ঠ দিয়েছেন ‘তোমার দুহাত দিয়ে অন্ধ করে দাও’, ‘বড় একা একা লাগে’, ‘মনের যে কথা’ ও ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছ’ গানগুলোতে। একক গান ছাড়াও ‘দিয়েছি মায়ের স্নেহ’ ও ‘সুরের ভুবনে আমি আজো পথচারী’ শিরোনামে দুটি দ্বৈত গানেও কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads