• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ছোটপর্দার ঈদ

‘পলিসি কাশেম’ নাটকে জাহিদ হাসান ও তিশা

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

ছোটপর্দার ঈদ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০১৮

ঈদুল আজহা উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশীয় টেলিভিশনগুলো। আয়োজনের মধ্যে থাকছে খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক ও বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান। ছোটপর্দার বিভিন্ন ঈদ আয়োজনের খবর তুলে ধরা হলো-

এটিএন বাংলা : ঈদুল আজহায় ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এটিএন বাংলা। ঈদের দিন সকাল ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘বিশ্বাসের নিঃশ্বাস নাই’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। সকাল ৯টায় ১০ পর্বের ধারাবাহিক নাটক ‘চাইনিজ প্রেমকুমার’। রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। রাত ৮টায় প্রচার হবে শামীম জামান পরিচালিত খণ্ড নাটক ‘চুটকি ভান্ডার-৬’। ঈদের তৃতীয় দিন সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে প্রভাতি অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও নবুয়াত রহমান। ‘এবার বৃষ্টি নামুক’ শিরোনামের একক নাটকটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন। ফারিয়া হোসেন রচিত এই নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান।

আরটিভি : ঈদ উপলক্ষে আট দিনব্যাপী বিশেষ আয়োজন করেছে আরটিভি। আয়োজনের মধ্যে থাকছে ‘৭ দিনব্যাপী মোশাররফ উৎসব’। মোশাররফ করিম অভিনীত সাতটি নাটক ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচার হবে। সাত পর্বের ধারাবাহিক নাটক ‘আদর্শ স্বামী’ প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টায়। সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য্য। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, কাজী উজ্জ্বল, শিখা খান মৌ, নিকুল কুমার মণ্ডল, স্বর্ণা প্রমুখ। নৃত্যানুষ্ঠান ‘রিদম অব ড্যান্স ২’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকাল ৫টা ২০ মিনিটে। হূদি শেখের নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আমীর খসরু। কমেডি অনুষ্ঠান ‘ফান ডট কম’। অংশ নিয়েছেন আবু হেনা রনি, আনোয়ার আলম সজল, শাওন মজুমদার, পাভেল আরমান ও সাবা। সাইদ হাসান আকাশের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের চতুর্থ দিন বিকাল ৫টা ২০ মিনিটে।

বাংলাভিশন : ঈদুল আজহা উপলক্ষে আট দিনব্যাপী বিশেষ আয়োজন করেছে বাংলাভিশন। অনুষ্ঠানমালায় থাকছে ৭ পর্বের ৪টি ধারাবাহিক নাটক, ১৪টি স্বল্প বিরতির নাটকসহ ২১টি নাটক, ৭টি টেলিফিল্ম, ৪টি স্বল্প বিরতির বাংলা সিনেমাসহ ১১টি বাংলা সিনেমা এবং ৭টি ভিন্নধর্মী অনুষ্ঠান। সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ফ্যান্টাস্টিক ফ্যাট ম্যান’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। প্রচার হবে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাবিলা নূর, নাবিলা, শানারেই দেবী শানু, ফারুক আহমেদ, আরফান আহমেদ, আ খ ম হাসান প্রমুখ। সাত পর্বের স্বল্প বিরতির ধারাবাহিক নাটক ‘পলিসি কাসেম’। পলাশ মাহবুবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, জামিল প্রমুখ। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতি দিন রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে নাটকটি। ‘দুষ্ট ছেলের মিষ্টি প্রেম’ টেলিফিল্মটি প্রচার হবে ঈদের দিন বেলা ২টা ১০ মিনিটে। রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। বিভিন্ন চরিত্রে অভিনয়ে করেছেন নীরব, ইমন, তমা মির্জা, গোলাম ফরিদা ছন্দা, জাহিদ হাসান সুমন প্রমুখ। টেলিফিল্ম ‘দানব’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ১০ মিনিটে। এটি রচনা করেছেন অশোক বশাক। আজাদ কালামের পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুঁই করিম, শহীদুল্লাহ সবুজ ও একদল থিয়েটার অভিনয়শিল্পী।

চ্যানেল আই : দর্শকদের কাছে পরিচিত, সমাদৃত, নন্দিত লেখক ও নির্মাতাদের নির্মাণে এবং দেশের সুপারস্টারদের অভিনয়ে সাজানো হয়েছে ‘চ্যানেল আই’-এর এবারের ঈদুল আজহার সাত দিনের বিশেষ ঈদ অনুষ্ঠান। এ অনুষ্ঠানমালায় যোগ হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর দুটি নাটকসহ ভাই ব্রাদার এক্সপ্রেসের ৮টি নাটক। আনিসুল হকের ‘আয়েশা মঙ্গল’ উপন্যাস অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘আয়েশা’, রেদওয়ান রনির পরিচালনায় ‘পাতা ঝরার দিন’, আশফাক নিপুণের পরিচালনায় ‘সোনালী ডানার চিল’, মাহমুদুল ইসলামের পরিচালনায় ‘দ্য আর্টিস্ট’, আবদুল্লাহ আল মুক্তাদির ও ফাহাদ খানের পরিচালনায় ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিল’, নাজমুল নবীন ও মাহমুদুল হাসান আদনানের পরিচালনায় ‘আজকে না হয় ভালোবাসো’ এবং মোমিন বিশ্বাস ও লোটাস মজুমদারের পরিচালনায় ‘লিটনের নিরীহ ফ্ল্যাট’ নাটকটি। নাটকগুলোতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তিশা, ঈশিতা, সৈয়দ হাসান ইমাম, ইরেশ যাকের, সেওতি, সামিয়া অথৈ প্রমুখ। এ ছাড়া ঈদুল আজহায় চ্যানেল আইতে থাকছে সাত দিনে ১০ টেলিফিল্ম, ১৪ নাটক ও ৬টি চলচ্চিত্রের ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার।

একুশে টেলিভিশন : এবার সাত দিনব্যাপী ঈদের বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে একুশে টেলিভিশন। ঈদের বিশেষ গজলের অনুষ্ঠান, বাংলা চলচ্চিত্র, রান্নাবিষয়ক অনুষ্ঠান এবং ঈদের বিশেষ টেলিফিল্ম প্রচার করবে টেলিভিশনটি। আয়োজনের মধ্যে ঈদের প্রথম দিন সকাল ৮টায় প্রচার হবে ঈদের বিশেষ গজলের অনুষ্ঠান ‘গজল ফরএভার’। মেসবাহ্ আহমেদের উপস্থাপনার এতে অংশ নেবেন শেখ জসিম। ‘বিফ ফিউশন’ নামের রান্নাবিষয়ক অনুষ্ঠানটি প্রচার হবে দুপুর ১২টায়। এতে অতিথি হিসেবে থাকবেন ফাহমিদা নবী। এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জান্নাতুল পিয়া। সোনিয়া হোসেনের উপস্থাপনায় ঈদের বিশেষ সেলিব্রেটি শো ‘তারকার হাট’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। অনুষ্ঠানে অংশ নিয়েছেন নিরব, ইমন এবং তমা মীর্জা। ঈদের দ্বিতীয় দিন দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘প্রিয়জন’। রুদ্র মাহফুজের রচনা এবং সাখাওয়াত মানিকের পরিচালনায় টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাঈম, মম, মাহমুদ সাজ্জাদসহ অনেকে। সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘দারোগা সাহেব বিষয় কী’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মৌসুমী হামিদ, আইরিন তানী, নিশি আনজুমসহ অনেকে। ধারাবাহিক নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং পরিচালনা করেছেন উজ্জ্বল মাহমুদ। ফোন লাইভ স্টুডিও কনসার্ট প্রচার হবে রাত ১২টায়। এ পর্বে অংশ নেবে ব্যান্ড ‘অবসকিউর।’ অনন্ত জলিল ও বর্ষা অভিনীত বাংলা ছায়াছবি ‘নিঃস্বার্থ ভালোবাসা’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল ৯টা ৩০ মিনিটে। এদিন রাত ৮টায় প্রচার হবে ঈদের বিশেষ একক নাটক ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম’। নিশো ও তানজিন তিশা অভিনীত এ নাটকটি রচনা করেছেন অঞ্জন সরকার জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন।

দেশ টিভি : এবারের ঈদে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশ টিভি। আয়োজনের প্রথম দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘প্রেমিক বিশু পাগলা’। ইমেল হকের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, নাবিলা, হিন্দোল রায়। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘বিশ্বাস’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো ও তানজিন তিশা। বামবা ও দেশ টিভির যৌথ উদ্যোগে নির্মিত ‘লিজেন্ডস অব রক’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে। ২৬ পর্বে ভাগ করে আয়োজিত এই অনুষ্ঠানের ৭টি পর্ব প্রচার হবে এবার ঈদে দেশ টিভিতে। প্রতি পর্বে থাকছে বামবার সদস্য একটি করে রক ব্যান্ড। আলমগীর হোসেনের প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন সাজিয়া ও সাজেদা।

বৈশাখী টেলিভিশন : ঈদ আয়োজনে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে বৈশাখী টেলিভিশন। ঈদের প্রথম দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ একক নাটক ‘মেইড ইন ফরেন-৩’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সিদ্দিকুর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকুর রহমান, তানিয়া বৃষ্টি, এহসানুল হক মিনু, শাহেলা, পৃথা প্রমুখ। দ্বিতীয় দিন রাত ৮টা ১০ মিনিটে থাকছে নাটক ‘যেই লাউ সেই কদু-২’। টিপু আলমের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। এতে অভিনয় করেছেন অহনা, রাশেদ সীমান্ত, রুমি, শফিক খান দিলু, হায়দার, মিলন ভট্ট প্রমুখ। ‘গানে গানে ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন বেলা ১১টায়। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আঁখি আলমগীর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বৃষ্টি।

মাছরাঙা টেলিভিশন : ঈদুল আজহা ২০১৮-এর সাত দিনব্যাপী বিশেষ আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। ঈদের দিন রাত ৮টায় প্রচার হবে সেলিব্রেটি শো ‘স্টার নাইট’। মারিয়া নূরের উপস্থাপনায় এতে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার। কমেডি শো ‘অবাক বিনোদন’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায়। জোবায়ের ইকবালের প্রযোজনায় এতে অংশ নিয়েছেন পারভেজ, শাওন, নওরীন, বাদল, পরশ, মোনা, আরমান, জুয়েল, রাজীব বসাক প্রমুখ। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় গেম শো ‘লাইভ কুইজ’। স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টায়। ইরাজ হোসেন পলাশের রচনা ও হাসান রেজাউলের পরিচালনায় বিশেষ নাটক ‘নীল রংধনু’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টায়। নাটকটিতে অভিনয় করেছেন নাঈম, শবনম ফারিয়াসহ অনেকে।

দীপ্ত টিভি : নন-ফিকশন ও ফিকশন অনুষ্ঠান নিয়ে পাঁচ দিনব্যাপী বিশেষ আয়োজন থাকছে দীপ্ত টিভিতে। ঈদের পাঁচ দিন সকাল ৯টা ও দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা। থাকছে দীপ্ত টিভির নিজস্ব প্রযোজনায় পাঁচটি সেলিব্রেটি শো। প্রতি দিন বাংলা সিনেমার গান নিয়ে বিশেষ আয়োজন ‘আমাদের ছবি আমাদের গান’। ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টায় প্রচার হবে সেলিব্রেটি শো ‘বাংলার বাঘিনীরা’। টি-২০ এশিয়া কাপজয়ী নারী ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠানটি। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন ব্রাত্য আমিন। ঈদের তৃতীয় দিন সকাল ৮টায় প্রচার হবে সেলিব্রেটি শো ‘জমবে খেলা’। এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক, চলচ্চিত্র অভিনেত্রী আইরিন সুলতানা, চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শীলা, সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজা, সঙ্গীতশিল্পী সাব্বির, সঙ্গীতশিল্পী ঐশী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads