• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

আজ ‘বাংলা টিচার’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ আগস্ট ২০১৮

হিন্দি সিরিয়াল আর সিনেমার আগ্রাসনে বাংলা ভুলতে বসা বকুলপুরের মানুষকে বাংলা ভাষা শেখাতে আসেন রাজশাহীর আঞ্চলিক ভাষায় কথা বলা হাসান মাস্টার। গ্রামের মানুষেরা যখন রাজশাহীর আঞ্চলিক ভাষাকেই শুদ্ধ বাংলা ভাষা হিসেবে ভাবতে শুরু করেন, তখন হাসানকে চ্যালেঞ্জ জানান সাধু ভাষার বিশেষজ্ঞ রনি। সাধু না আঞ্চলিক- কোনটা প্রকৃত বাংলা ভাষা এই নিয়ে দ্বন্দ্বে পড়েন বকুলপুুরের মানুষ।

দ্বিভুজ ভাষার সঙ্গে ত্রিভুজ ভালোবাসার জমজমাট গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘বাংলা টিচার’। আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাজু খান। নাটকটিতে হাসান মাস্টার চরিত্রে অভিনয় করেছেন আরফান আহমেদ।

অন্যদিকে রনি চরিত্রে দেখা যাবে প্রাণ রায়কে। এছাড়া নাটকটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী। দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘বাংলা টিচার’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads