• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দর্শকের আগ্রহ ‘ক্যাপ্টেন খান’ নিয়ে

‘ক্যাপ্টেন খান’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

দর্শকের আগ্রহ ‘ক্যাপ্টেন খান’ নিয়ে

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৮

এবারের ঈদে মুক্তি পেয়েছে তিনটি দেশীয় চলচ্চিত্র। ‘ক্যাপ্টেন খান’, ‘মনে রেখো’ ও ‘জান্নাত’ ছবির মধ্যে শাকিব-বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’-ই দর্শকের আগ্রহ কাড়তে সমর্থ হয়েছে। দেশের ১৭৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ ছবির সেল রিপোর্টও ভালো। বেশিরভাগ প্রেক্ষাগৃহে ছবিটি ঈদের দিন থেকে হাউজফুল ব্যবসা করছে বলে জানা গেছে।

‘ক্যাপ্টেন খান’ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। এক যুগেরও বেশি সময় ধরে ঢাকাই ছবিতে রাজত্ব করে চলছেন তিনি। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি।

দর্শক সাড়া প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ছবিটি মুক্তির আগেই সুপার হিটের তকমা পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানতে পেরেছি, কোনো কোনো প্রেক্ষাগৃহ থেকে নাকি ছবিটি সাড়ে পাঁচ লাখ টাকা বুকিং মানি পেয়েছে। মুক্তির পরে প্রায় হলেই হাউজফুল যাচ্ছে ছবিটি। ছবির গল্পটি সরল এবং দর্শকদের আনন্দ পাওয়ার মতো। ছবির সংলাপ ও গল্পের উপস্থাপন পছন্দ করেছেন দর্শক। গানগুলোই মন ছুঁয়েছে। সব মিলিয়ে ঈদ মাতাচ্ছে ক্যাপ্টেন খান।’

‘আপনি কি মনে করেন একজন শাকিব খান চলচ্চিত্রের সুদিন ফেরানোর জন্য যথেষ্ট?’ সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে এমন প্রশ্নের মুখোমুখি হন শাকিব খান। এর উত্তরে তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনো কিছু কখনই মনে করি না। আমি শুধু আমার কাজটাই করে যাই। ভালো কাজটাই করার চেষ্টা করি। যেকোনো কিছুর বিনিময়ে আমার ভালো কাজটা দর্শকের সামনে উপস্থাপন করতে চাই। শুধু একজন শিল্পী পেশাদার হলে ইন্ডাস্ট্রি বদল হবে না। পুরো সিস্টেমের মধ্যে পেশাদারিত্ব আনতে হবে। যদিও পুরো সিস্টেমের মধ্যেই গলদ রয়েছে।’

শাপলা মিডিয়া প্রযোজিত ‘ক্যাপ্টেন খান’ ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads