• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ক্লিন ঢাকা মাতাবে মাইলস

কনসার্টে অংশ নিয়ে দর্শক মাতাবেন মাইলস ব্যান্ডের সদস্যরা

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

ক্লিন ঢাকা মাতাবে মাইলস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৮

বৈশাখী টেলিভিশন এবং নাগরিক ঢাকা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আসছে ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ক্লিন ঢাকা কনসার্ট’। কনসার্টটির উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। কনসার্টে অংশ নিয়ে দর্শক মাতাবেন মাইলস ব্যান্ডের সদস্যরা। তাদের সঙ্গে আরো থাকবে ফিডব্যাক, ডিফারেন্ট টাচ, নেমেসিস, তপু ও ইয়াত্রী এবং বন্ধুজনা। কনসার্ট চলবে বসুন্ধরা কনভেনশন সেন্টার-২ অডিটরিয়ামে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। পুরো অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।

কনসার্ট প্রসঙ্গে বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘৪০০ বছর বয়সী ঢাকা শহর আমার, আপনার সবার। এই ঢাকাকে পরিষ্কার-পরিছন্ন রাখা আমাদের দায়িত্ব। দায়িত্ববান নাগরিক হোন, ঢাকাকে পরিছন্ন রাখুন- এই স্লোগানকে সামনে রেখেই আমাদের এ আয়োজন। এ আয়োজনে অংশ নিন সমাজ সচেতনতায় এগিয়ে আসুন।’

নাগরিক ঢাকা ফাউন্ডেশনের সভাপতি এম নাঈম হোসেন বলেন, ‘ঢাকাকে পরিষ্কার-পরিছন্ন রাখা এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার স্বার্থেই দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে নাগরিক ঢাকা ফাউন্ডেশন। ভবিষ্যতে নাগরিক ঢাকা আরো নতুন কর্মকাণ্ড নিয়ে মানুষের সামনে হাজির হবে। সে পরিকল্পনা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এজন্য প্রয়োজন আপামর মানুষের সর্বাত্মক সহযোগিতা।’

ক্লিন ঢাকা কনসার্টের প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন বৈশাখী টেলিভিশনের হেড অব প্রোগ্রাম আহসান কবির। আয়োজনটি নিয়ে তিনি বলেন, ‘নাগরিক দায়িত্ব থেকেই এই আয়োজন করা হয়েছে। আশা করি দর্শকরা কনসার্টটি উপভোগ করবেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads