• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ভিডিওতে ‘আমি কিছু জানি না’

গানটিতে কণ্ঠ দিয়েছেন গীতিকার ও সাংবাদিক নবাব আমিন

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

ভিডিওতে ‘আমি কিছু জানি না’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৮

ভালোবাসা দিবসে দুই বাংলার যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছিল অডিও গান ‘আমি কিছু জানি না’। এবার ঈদে প্রকাশিত হয়েছে গানটির ভিডিও। এটি পরিচালনা করেছেন নির্মাতা ইয়ামিন ইলান। গানটির কথা ও সুর করেছেন ওপার বাংলার দেবাশিস ঘোষাল। এবার এপার বাংলার সঙ্গীত পরিচালক সোহেল রাজের সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন গীতিকার ও সাংবাদিক নবাব আমিন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের ভিডিওতেও মডেল হয়েছেন তিনি।

গান প্রসঙ্গে নবাব আমিন বলেন, ‘এতদিন তো অন্যের জন্য গান লিখেছি। এ নিয়ে নানা ধরনের বাজে অভিজ্ঞতাও আছে। গীতিকারদের ঠিকমতো সম্মান ও সম্মানী দিতে চান না অনেক কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক। নামটা পর্যন্ত বলতে অনেকের মুখে আটকে যায়। এজন্য এবার নিজেই গাওয়ার একটা সাহস করলাম। এ গানটি দেবাশিস দা আমাকে প্রথম যেদিন শোনালেন, সেদিন একবারেই আমার কথা ও সুর মুখস্থ তো হয়ই, মনেও দারুণভাবে গেঁথে যায়।’

গানটির ভিডিও নির্মাতা ইয়ামিন ইলান বলেন, ‘নবাব আমিনের এ গানটি শোনার পর তার সঙ্গে একটা কাজ করতে মন চাইল। এই গানটির একটি ভিডিও নির্মাণ করার প্ল্যান করলাম। ই-মিউজিকের আয়োজনে পুরো টিমকে নিয়ে তৈরি করে ফেললাম। আমি খুব সিম্পলভাবে কাজ করার চেষ্টা করেছি মাত্র। বাকিটা দর্শকরা বলবেন কেমন হয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads