• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দ্বিতীয় সপ্তাহে ‘জান্নাত’

‘জান্নাত’ ছবির একটি দৃশ্য

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

দ্বিতীয় সপ্তাহে ‘জান্নাত’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ আগস্ট ২০১৮

ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি। ঈদে ২১টি হলে মুক্তি পেয়েছিল ছবিটি। দ্বিতীয় সপ্তাহে ঢাকাসহ সারা দেশে মোট ৪১টি হলে মুক্তি পাচ্ছে ছবিটি। এমনটাই জানিয়েছেন ছবির পরিচালক।

গতকাল বাংলাদেশের খবরকে তিনি বলেন, ‘প্রথম সপ্তাহে আমরা ঢাকায় ভালো কোনো হল পাইনি। তবুও দর্শকের আগ্রহের কমতি ছিল না। চলতি সপ্তাহে ঢাকার মধুমিতা, সনি, পূরবীসহ বেশ কয়েকটি ভালো হল পেয়েছি। তৃতীয় সপ্তাহে ছবির হলসংখ্যা আরো বাড়বে বলে আশা করছি।’

দ্বিতীয় সপ্তাহে ছবিটির হলসংখ্যা বাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। আসলেই ভালো লাগার মতো একটি ব্যাপার এটি। ছবিটির প্রতি দর্শকের আগ্রহ আছে বলেই দ্বিতীয় সপ্তাহে হলসংখ্যা বেড়েছে। আমার বিশ্বাস এ ধারা চলতে থাকবে।’

এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে ‘ইফতেখার’ নামের এক সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনয় করেছেন ‘জান্নাত’ নামের এক তরুণীর চরিত্রে। যার ছোঁয়া পেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে আনেন ইফতেখার। তাদের প্রেম-ভালোবাসা আর এক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে এগিয়ে চলে ছবির গল্প।

সুদীপ্ত সাঈদের গল্পে ‘জান্নাত’ ছবিটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন আসাদ জামান। ছবিতে আরো অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ, শিমুল খান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads