• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন

মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ

ছবি : ইন্টারনেট

আনন্দ বিনোদন

প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০১৮

মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ারের বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে তার বিরুদ্ধে করা দুটি এফআইআরও খারিজ করেছেন আদালত। ভবিষ্যতে প্রিয়া প্রকাশ এবং ‘ওরু আদার লাভ’ ছবির সঙ্গে জড়িত কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে না বলেও জানিয়ে দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। এমন তথ্যই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

শুক্রবার এ সংক্রান্ত শুনানি শেষে আদালত বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কোনো দৃশ্য ওই গানে ছিল না। এই কারণে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ ধারায় দায়ের করা এফআইআর গ্রহণযোগ্য হবে না।’

‘ওরু আদার লাভ’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আগমন ঘটে প্রিয়া প্রকাশের। ছবির ‘মাণিক্য মালারায়া পুভি’ গানে প্রিয়ার চোখ মারার দৃশ্যটি ভাইরাল হয়ে যায় রাতারাতি। অল্প সময়ে তারকা বনে যান ১৮ বছর বয়সী এ অভিনেত্রী। পরে মুসলিম সম্প্রদায়ের একাংশ তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ করেছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads