• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
মিমের সাপলুডু

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

মিমের সাপলুডু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৮

‘সাপলুডু’ শিরোনামের নতুন একটি ছবিতে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। নির্মাতা গোলাম সোহরাব দোদুল নির্মাণ করবেন এ ছবিটি। ছবিতে মিমের বিপরীতে থাকবেন আরিফিন শুভ। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তারা। বাংলাদেশের খবরের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিদ্যা সিনহা মিম।

তিনি বলেন, ‘দোদুল ভাইয়ের সঙ্গে ছোটপর্দায় আগে কাজ করেছি। এবার তার প্রথম ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ছবির গল্পটি ভালো লেগেছে। আমার চরিত্রেও অনেক চ্যালেঞ্জ আছে। সম্পূর্ণ ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। দর্শক আমাকে এ রকম চরিত্রে আগে কখনো দেখেননি।’

ছবির গল্পটি কী ধরনের? জানতে চাইলে মিম বলেন, ‘এককথায় অ্যাকশন-থ্রিলারধর্মী গল্প। আমি যে চরিত্রে অভিনয় করব সেটায় অনেক স্ট্রাগল আছে, কাজ দেখানোর সুযোগ আছে। এখন এর বেশি আর বলতে চাই না। ছবিতে বেশ কিছু চমক থাকবে। সবকিছু মিলে আশা করি খুব ভালো একটা ছবি হবে।’

চ্যালেঞ্জিং চরিত্রের জন্য মিমের প্রস্তুতি কেমন হবে? উত্তরে মিম জানান, চিত্রায়ণে যাওয়ার আগে ভালোমতো রিহার্সেল করার পরিকল্পনা আছে। সামনে ছবির লুক সেট হবে। তারপর রিহার্সেল করে পুরো প্রস্তুতি নেবেন মিম।

ছবিটি প্রসঙ্গে নির্মাতা গোলাম সোহরাব দোদুল বলেন, ‘গল্পে আমার একজন যোদ্ধা প্রয়োজন ছিল। সেটার জন্য আমি শুভকে পারফেক্ট মনে করেছি। মিমও তার চরিত্রের সঙ্গে পুরোপুরি মানানসই। আমার প্রথম ছবিতে শুভ ও মিমকে পেয়ে ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শক তাদের অভিনয় ও রসায়ন উপভোগ করবেন।’

ছবিতে আর কে কে থাকছেন? জানতে চাইলে নির্মাতা বলেন, ‘ছবিতে বেশ কিছু চমক থাকছে। আরো অনেক স্টার কাস্ট থাকবে। এখনই সব প্রকাশ করছি না। সময়মতো সব জানিয়ে দেব।’ বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এ ছবির গল্প। ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে হবে চিত্রায়ণ। অক্টোবরের মাঝামাঝিতে ছবির চিত্রায়ণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads