• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আমেরিকায় স্বপ্নজাল

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবি

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

আমেরিকায় স্বপ্নজাল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৮

আমেরিকার ৫টি শহরে প্রদর্শন হবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবির। বাংলা সিনেমার বিশ্ব পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এই প্রদর্শনীর আয়োজন করেছে। ছবিটি প্রদর্শিত হবে নিউইয়র্ক, ভার্জিনিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা এবং ডালাসে। এমনটাই জানা গেছে বায়োস্কোপ ফিল্মস সূত্রে।

বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ জানান, ৯ সেপ্টেম্বর রোববার বিকাল ৪টায় জ্যামাইকার সিনেপ্লেক্সে প্রদর্শন হবে ছবিটি। ১৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪টা ৩০ মিনিটে প্রদর্শন হবে নর্থ ক্যারোলাইনার রোলি শহরের ওয়েদারস্পোন স্টুডেন্ট সেন্টারে। ফ্লোরিডার অর্লান্ডো শহরের সাউট চেইস হলে প্রদর্শন হবে ৩০ সেপ্টেম্বর রোববার। ৭ অক্টোরর দুপুর ২টায় ‘স্বপ্নজাল’ প্রদর্শন হবে ভার্জিনিয়ার ডিসি হল ও ডালাসের ভেনিশিয়ান সিনেমা হলে।

ছবিটিতে অপু চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। শুভ্রার ভূমিকায় দারুণ অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন পরীমণি। ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, ইরেশ যাকের এবং শাহেদ আলী প্রমুখ। গিয়াস উদ্দিন সেলিম ‘মনপুরা’ ছবির নয় বছর পর নির্মাণ করেছেন ‘স্বপ্নজাল’। এটি  প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। চলতি বছর ৬ এপ্রিল বাংলাদেশে মুক্তি পেয়েছিল ছবিটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads