• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
আমার কোনো অভিমান নেই

চিত্রনায়িকা অঞ্জু ঘোষ

আনন্দ বিনোদন

সংবাদ সম্মেলনে অঞ্জু ঘোষ

আমার কোনো অভিমান নেই

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে বেদের মেয়ে জোসনাখ্যাত চিত্রনায়িকা অঞ্জু ঘোষকে। গতকাল দুপুরে শিল্পী সমিতি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় অঞ্জু ঘোষকে স্বাগত জানাতে শিল্পী সমিতিতে উপস্থিত হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।

সম্মেলনে অঞ্জু ঘোষ বলেন, ‘আপনারা এত বছর পর আমাকে মনে রেখেছেন সেটা ভেবে আমার অবাক লাগছে। এবার ঢাকায় আসার সময় আমার মায়ের সঙ্গে আসার কথা ছিল। কিন্তু যেদিন আসি সেদিনই হঠাৎ করে আমার মা চলে গেছেন না ফেরার দেশে। আমি আসার আগে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়েছে আমাকে। ভিসা সমস্যা থেকে শুরু করে বিভিন্ন কথা আমাকে শুনতে হয়েছিল। কিন্তু আমি এসব বাধা পেরিয়ে চলে এসেছি। মাতৃভূমিতে এসে তীর্থে আসার মতোই অনুভূতি হচ্ছে আমার। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন।’

কোন অভিমানে আপনি কলকাতায় চলে গেলেন? এমন প্রশ্নে অঞ্জু বলেন, ‘কারো প্রতি আমার কোনো অভিমান নেই। কোনো অভিমানে আমি কলকাতা যায়নি। আমি কলকাতা গিয়েছিলাম আমার মায়ের কাছে। মাকে দেখার জন্য। দুদিনের জন্য। কিন্তু গিয়েই আমি ফেঁসে গেছি। কিন্তু আমার মনে কোনো ক্ষোভ নেই।’

সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, আহমেদ শরীফ, অঞ্জনা, জায়েদ খান, চিত্রনায়িকা শাহনূরসহ আরো অনেকে। এ সময় জায়েদ খান বলেন, ‘দীর্ঘদিন পর সবচেয়ে ব্যবসা সফল ছবির চিত্রনায়ক ও চিত্রনায়িকাকে আমরা একত্র করতে পেরেছি। আমার খুব আনন্দ হচ্ছে। শিল্পী সমিতি আজকে নতুন একটি রেকর্ড করেছে।’

গত ৬ সেপ্টেম্বর চার দিনের সফরে বাংলাদেশে আসেন অঞ্জু ঘোষ। শিল্পী সমিতির আমন্ত্রণে ঢাকায় এসেছেন তিনি। আগামী ১০ সেপ্টেম্বর আবার কলকাতা ফিরে যাবেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads