• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
পঞ্চাশে মধ্যবর্তিনী

‘মধ্যবর্তিনী’ নাটকের একটি দৃশ্য

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

পঞ্চাশে মধ্যবর্তিনী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর ২০১৮

দর্শকপ্রিয় ধারাবাহিক ‘মধ্যবর্তিনী’। রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী গল্পে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিকটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক। ‘মধ্যবর্তিনী’ পরিচালনা করেছেন রাজু খান। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া, নাবিলাসহ অনেকে।

দীপ্ত টিভিতে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হয় ধারাবাহিকটি। আজ প্রচার হবে এটির ৫০তম পর্ব। আজকের পর্ব প্রসঙ্গে পরিচালক বলেন, ‘খুব ভালো লাগছে। আমি খুব আশা নিয়ে নাটকটি নির্মাণ করেছি। আমি খুব সন্তুষ্ট। দর্শক আমাদের দারুণভাবে গ্রহণ করেছে। আমি আমার দর্শকের কাছে কৃতজ্ঞ। পাশপাশি আমি পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

নাটকে রবীন্দ্রনাথের গান ব্যবহার প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমরা এ নাটকে রবীন্দ্রনাথের প্রায় ৩১টি গান ব্যবহার করেছি। আমার মনে হয় না এর আগের কোনো ধারাবাহিকে এতগুলো গান ব্যবহার হয়েছে। গানগুলো গল্পের প্রয়োজনেই ব্যবহার করা হয়েছে।’

ধারাবাহিকটি প্রসঙ্গে আহমেদ খান হীরক বলেন, ‘ধারাবাহিকটি সম্প্রচারে আসার পর সব শ্রেণির দর্শক এটিকে দারুণভাবে গ্রহণ করেছে। লেখক হিসেবে আমি দারুণ খুশি। অনেকে ফেসবুকে বা অন্যান্য মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নাটকটির বিষয়ে জানতে চেয়েছেন। শুভকামনা জানিয়েছেন। নাটকের প্রধান চরিত্রের সঙ্গে সাধারণ দর্শক নিজেদের রিলেট করতে পারছেন বলেই চরিত্রগুলোর আনন্দে হাসছেন, বেদনায় কাঁদছেন। ধারাবাহিকটির সঙ্গে সম্পৃক্ত সবাইকে এবং দর্শকদের আমার শুভেচ্ছা জানাই।’

গল্পে দেখা যায়, স্বামী ইমরান, শাশুড়ি আয়েশা আর ননদ মিলিকে নিয়ে শাম্মীর পূর্ণ সংসার। অপূর্ণতা যদি কিছু থেকে থাকে তবে তা একটি সন্তানের। শাম্মী ঠিক করে ইমরানের আরেকটি বিয়ে দেবে। শাম্মীর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আয়েশা-ইমরান-মিলি। কিন্তু শাম্মীর জেদের কাছে সবাই হার মানে। ইমরানের মামা-মামির পরিচিত মফস্বলের মেয়ে মৌকে ছোট বউ করে নিয়ে আসে। শাম্মী ইমরানের জীবন থেকে সরে আসতে চাইলেও ঘটনাপ্রবাহ ক্রমেই প্রতিকূল হয়ে ওঠে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads