• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীকে নিয়ে গাইলেন এ প্রজন্মের চার শিল্পী

কণ্ঠশিল্পী কিশোর দাশ, পুলক অধিকারী, পুতুল ও লিজা

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

প্রধানমন্ত্রীকে নিয়ে গাইলেন এ প্রজন্মের চার শিল্পী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৮

কিশোর দাশ, পুলক অধিকারী, পুতুল ও লিজা- নতুন প্রজন্মের এ চার শিল্পী গাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান। তুমি জনতার মঞ্চে এসে দাঁড়ালে/লাল সবুজের পতাকা দোলে/তুমি জনতার মঞ্চে এসে দাঁড়ালে/হূদয়ে বাংলাদেশ কথা বলে- এমন কথার গানটি লিখেছেন গীতিকবি সুজন হাজং। যাদু রিছিলের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গত সোমবার রাতে এর রেকর্ডিং হয়।

নতুন প্রজন্মের জনপ্রিয় এ চার শিল্পীই তাদের মন্তব্যে জানান, তারা গানটিতে কণ্ঠ দিতে পেরে খুবই খুশি। তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য টনিক। তাকে নিয়ে গাইতে পেরে আমরা তৃপ্ত।

সুমন কল্যাণ জানান, গানটির কথা ও সুর চমৎকার। চারজন তরুণ শিল্পীকে তিনি ধন্যবাদ জানান। সুজন হাজং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ম্যাজিকেল নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ গানটি করার মাধ্যমে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গানটি ভিডিওসহ প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads