• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আন্তর্জাতিক লোক উৎসবে সৈয়দ আবুল হোসেন

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

আন্তর্জাতিক লোক উৎসবে সৈয়দ আবুল হোসেন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর ২০১৮

পশ্চিমবঙ্গের মেদিনীপুরে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক লোক উৎসব’-এ যোগ দিচ্ছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। উৎসবে অংশ নিতে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেছেন তিনি। উৎসবে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

আন্তর্জাতিক লোক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ উন্নয়নমন্ত্রী অধ্যাপক ড. সৌমেন কুমার মহাপাত্র, মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক রঞ্জন চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্যসভার সদস্য ডা. মানস ভুঁইয়া, বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন প্রমুখ।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ উৎসবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মন্ত্রী-সাংসদসহ লোকজ সাহিত্য-সংশ্লিষ্ট গুণিজনরা অংশ দেবেন। এ উৎসবে শিক্ষা, সমাজসেবা ও লেখক হিসেবে অবদান রাখার জন্য বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খ্যাতিমান ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads