• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

গোল্ডেন মেকার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন আফজাল হোসেন

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর ২০১৮

‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর এবারের আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে। হবিগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে সম্মাননা তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সঙ্গীতজ্ঞ আজাদ রহমান, মো. খুরশীদ আলমসহ অতিথিরা।

সম্মাননা গ্রহণ করে সুবীর নন্দী বলেন, ‘আমার জন্মস্থান হবিগঞ্জ। এখানেই আমাকে সম্মানিত করা হলো। আমার জন্মভূমিতে চ্যানেল আই আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে আমি খুবই সম্মানিত বোধ করছি। এ সম্মাননা আমার একার নয়, পুরো হবিগঞ্জবাসীর।’

এবারের আসরে আজীবন সম্মাননাসহ ১৬টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার এবং ৬ ক্যাটাগরিতে গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ডস প্রদান করা হয়েছে। এবার রবীন্দ্রসঙ্গীতে বীথি পান্ডে, নজরুলসঙ্গীতে ছন্দা চক্রবর্তী, লোকসঙ্গীতে সাগর বাউল, গীতিকার ক্যাটাগরিতে আসিফ ইকবাল, সঙ্গীত পরিচালক ক্যাটাগরিতে অটামনাল মুন, মিউজিক ভিডিও নির্মাতা চন্দন রায় চৌধুরী, কাভার ডিজাইন ক্যাটাগরিতে মাসুম বিল্লাাহ, সাউন্ড ইঞ্জিনিয়ারে এসআই সুমন, আধুনিক গানে সিঁথি সাহা এবং চন্দন সিনহা, ব্যান্ড ক্যাটাগরিতে অরণ্য, নবাগত ক্যাটাগরিতে রোমানা আক্তার ইতি, ছায়াছবির গানে চিরকুট এবং উচ্চাঙ্গ সঙ্গীতে গাজী আবদুল হাকিম পুরস্কার জিতে নিয়েছেন।

অন্যদিকে ‘গোল্ডেন ভয়েস’ অ্যাওয়ার্ডস প্রাপ্তরা হলেন রবীন্দ্রসঙ্গীতের জন্য রেজওয়ানা চৌধুরী বন্যা, নজরুলসঙ্গীতে ফেরদৌস আরা, লোকসঙ্গীতে মমতাজ, ছায়াছবির গান ক্যাটাগরিতে সামিনা চৌধুরী, আধুনিক গানে কুমার বিশ্বজিৎ এবং গোল্ডেন মেকার ক্যাটাগরিতে আফজাল হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads