• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দেবীর প্রচারণায় জয়া

অভিনেতা চঞ্চল চৌধুরী ও জয়া আহসান

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

দেবীর প্রচারণায় জয়া

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

‘দেবী’র ভিন্নধর্মী প্রচারণা শুরু করেছেন এ ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান। দেবীতে ব্যবহূত পোশাক পরে মঞ্চে হাঁটবেন তিনি। জানা গেছে, ‘দেবী’ চলচ্চিত্রকে ঘিরে ‘দেবী মঞ্চ’ অনুষ্ঠানের এই আয়োজন করেছে ছবির ওয়ার্ডরোব পার্টনার ‘বিশ্বরঙ’।

২৮ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কের সেন্ট্রাল কোর্টে বিকাল সাড়ে ৫টায় ‘দেবী’ চলচ্চিত্রের পোশাক পরে মডেল হান্টের মাধ্যমে নির্বাচিত মডেলদের সঙ্গে র‍্যাম্পে হাঁটবেন জয়া। র্যাম্পে আরো উপস্থিত থাকবেন এ ছবির অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, অনিমেষ আইচসহ অন্য কলাকুশলীরা।

এ নিয়ে কথা বলতে গিয়ে জয়া আহসান জানান, এটা দেবীর প্রচারণার অংশ। তিনি বলেন, ‘চলচ্চিত্রের অনুষঙ্গ নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন বাংলাদেশে এই প্রথম। অন্য গল্প হলে ভাবতাম না। যেহেতু সবার মধ্যে একটা ধারণা যে এটি হয়তো একটি ক্লাসিক ছবি। তাই সেই ধারণা ভাঙার জন্যও বলতে পারেন এই আয়োজন। ফ্যাশন শোটি আরো আগেই করার পরিকল্পনা ছিল। কিন্তু নানা কারণে আমরা সময়টা পিছিয়ে নিয়েছি।’

প্রযোজনা সূত্রে জানা গেছে, শুধু ‘দেবী’ চলচ্চিত্রের জন্য ‘মডেল হান্ট’ করা হয়। নির্বাচিত মডেলদের গ্রুমিং করার পর এই ফ্যাশন শোর আয়োজন করতে যাচ্ছে বিশ্বরঙ।

এই ‘দেবী মঞ্চ’ ছাড়াও আরো নানামুখী প্রচারণার উদ্যোগ রয়েছে বলেও জানা গেছে। ছবিটি সেন্সর ছাড়পত্র পাওয়ার পর মুক্তির তারিখ নির্ধারণ হলে সেসব প্রচারণা শুরু হবে।

২৭ সেপ্টেম্বর ছবিটি সেন্সরে জমা দেওয়া হবে। আগামী ১৯ অক্টোবর ছবিটি মুক্তি দিতে চান বলে জয়া আহসান জানান।

গত সোমবার সরকারি অনুদান কমিটির সদস্যরা তথ্য মন্ত্রণালয়ের সিলভার স্ক্রিনে ‘দেবী’ চলচ্চিত্রটি দেখেছেন। প্রযোজক জয়া জানান, ছবিটি দেখে কমিটির সবাই ভূয়সী প্রশংসা করেছেন এবং তাকে উৎসাহ দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads