• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শুভেচ্ছাদূত চঞ্চল চৌধুরী

অভিনেতা চঞ্চল চৌধুরী

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

শুভেচ্ছাদূত চঞ্চল চৌধুরী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

টেলিকম কোম্পানি রবির শুভেচ্ছাদূত হয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মাস দুয়েক আগে শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার। তারই অংশ হিসেবে এক বছরে রবির আটটি বিজ্ঞাপনে অংশ নেবেন চঞ্চল। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে চারটি বিজ্ঞাপনের প্রচার।

শুভেচ্ছাদূত হওয়া প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এর আগে আমি বেশ কিছু বড় প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছি। সামাজিক কিছু প্রতিষ্ঠানের হয়েও কাজ করেছি। এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন কোম্পানির সঙ্গে কাজ করছি। নিঃসন্দেহে এটি ভালো লাগার ব্যাপার। নতুন নতুন সব অভিজ্ঞতা হচ্ছে।’

এদিকে অক্টোবরের মাঝামাঝিতে মুক্তি পাচ্ছে চঞ্চল চৌধুরী অভিনীত ‘দেবী’ ছবিটি। ছবিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন তিনি। বর্তমানে এ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন চঞ্চল। এ ছাড়া ছোটপর্দায় একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে তার। সেগুলোর মধ্যে রয়েছে মাসুদ সেজানের ধারাবাহিক নাটক ‘ডুগডুগি’, ‘খেলোয়াড়’, সাগর জাহানের ‘টি টোয়েন্টি’, সকাল আহমেদের ‘ভদ্রপাড়া’ ও রাসেলের ‘অষ্টধাতু’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads