• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘কবি, কবিতা ও সজারু’

‘কবি, কবিতা ও সজারু’ নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

‘কবি, কবিতা ও সজারু’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

কবিতা নামের একটা মেয়ের সঙ্গে চিলেকোঠায় প্রায়ই গল্প হতো কবির। কাপড় নাড়তে এসে অথবা এমনিই। মূলত সেই স্মৃতিচারণটাই নাটকে উঠে এসেছে। গল্পে দেখা যাবে, কবিতা নামের একটা মেয়ের সঙ্গে তার স্বামী প্রায়ই খারাপ ব্যবহার করত। কবিতা আসলে চেষ্টা করত, মাঝে মাঝে প্রতিবাদ করার। তবে চার দেয়াল ভেদ করে তার প্রতিবাদ বাইরে পর্যন্ত আসত না। এক দিন কাপড় নাড়তে গিয়ে চিলেকোঠায় ভাড়া নেওয়া কবির সঙ্গে পরিচয় হয় কবিতার। ধীরে ধীরে তাদের পরিচয়টা আলাপচারিতা পর্যন্ত গড়ায়। বেড়ে যায় কবিতার ওপর স্বামীর নিপীড়ন। মাছ কিনতে অথবা ভাত খেতে সব সময়ই কবিতার ওপর বিরূপ ভাবনা পোষণ করে স্বামী রবি। হঠাৎ করেই কোনো এক অজানা মাধ্যম থেকে কবিতার কাছে একটি চিরকুট আসে। সেখানে একটি সজারুর কাঁটা থাকে। কবি কবিতাকে ভালোবাসার ব্যাখ্যা দেয়। তাকে বেঁচে থাকার পাথেয় সম্পর্কে জ্ঞান দেয়। এমন সময় গোসল করতে থাকা রবির শার্টে লিপস্টিকের দাগ দেখে সন্দেহটা গাঢ় হয় কবিতার।

নাটকের শেষাংশে দেখা যাবে, কবি লিখতে লিখতে ছাদে গিয়ে দাঁড়ায়। অতঃপর প্রচণ্ড বিমর্ষ হয়ে কবিতার কথা ভাবতে থাকে। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাবিলা ইসলাম, টুটুল চৌধুরী, সায়লা ইসলাম প্রমুখ। নাটকটি আরটিভিতে প্রচার হবে আজ রাত ৮টায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads