• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
‘জীবনটাই একটা অভিনয়’

মডেল-অভিনেতা সাজিদ খান

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

‘জীবনটাই একটা অভিনয়’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০১৮

সাজিদ খান। বন্ধুদের উৎসাহে শোবিজে কাজ করার ইচ্ছা জাগে তার। ২০১২ সালে রেডিও অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ সাড়া পেয়েছিলেন। পরে যুক্ত হন সুবচন নাট্য গ্রুপে। নাচ ও ফাইটে দক্ষতা অর্জন করে মডেল হিসেবে কাজ করেছেন বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রে।

শুধুই কি বড়পর্দা? জানতে চাইলে সাজিদ বলেন, ‘বড়পর্দা কিংবা ছোটপর্দা নয়। অভিনয় করাটাই আমার মূল লক্ষ্য। দুই মাধ্যমেই সমানতালে কাজ করতে চাই।’

কী ধরনের গল্পে কাজ করতে আগ্রহী? এমন প্রশ্নের উত্তরে সাজিদ বলেন, ‘আমি মূলত একজন অভিনেতা হতে চাই। অবশ্যই সামাজিক গল্পের ছবিতে কাজ করতে চাই। দর্শক আমাকে যেভাবে গ্রহণ করবে সেই চাহিদা অনুযায়ী আমি ছবিতে অভিনয় করতে চাই।’

‘আসলে আমি নিজেই একজন নতুন শিল্পী। তবে আমার মতে জীবনটাই একটা অভিনয়। হাঁটা, চলা, কথা বলা আমরা যাই করছি সেটাই। তবে একটা গল্পের চরিত্র অনুযায়ী সেটা করব বাস্তব অভিনয়, তাছাড়া নাচ, ফাইট, সেগুলো তো অবশ্যই জানা দরকার।’ একজন অভিনয় শিল্পীর কী যোগ্যতা থাকা উচিত? জানতে চাইলে এমনটাই বলেন সাজিদ খান।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘আসলে ভবিষ্যৎটা বলতে আমি বুঝি আল্লাহ পাক কত দিন আমাকে বাঁচিয়ে রাখেন জানি না। প্রতিটা দিন পার করছি কাজ করে। সামনের কথা আমি বলতে পারব না। তবে চেষ্টা করব আমার দর্শকরা যেন আমাকে মনে রাখে ভালোবাসে। আমার অভিনয়ের দক্ষতার পরিচয় দেব। সে ভালোবাসার গুণটা ধরে রাখা আমার চিন্তা।’

সাজিদ খান বিবাহিত। তার স্ত্রী সাংবাদিক নেত্রী ও বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (ট্রাব) সদস্য শারমিন রহমান সোমা। নায়করাজ রাজ্জাক, চিত্রনায়িকা মৌসুমী, মোশাররফ করিম এবং আনিকা কবির শখের অভিনয় ভালো লাগে তার। সাজিদ খানের ইচ্ছা মোস্তাফিজুর রহমান বাবু এবং দেলোয়ার জাহান ঝন্টুর ছবিতে অভিনয় করার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads