• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিটিভিতে ইমদাদুল হক মিলনের ‘আলতা’

‘আলতা’ নাটকের একটি দৃশ্য

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

বিটিভিতে ইমদাদুল হক মিলনের ‘আলতা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

বিটিভিতে শুরু হলো ‘এ মাসের নাটক’। এ মাসের নাটক হিসেবে আবারো নির্মিত হয়েছে ইমদাদুল হক মিলনের ‘যদি ভালোবাসা পাই’ উপন্যাস অবলম্বনে একক নাটক ‘আলতা’। এর আগে আশির দশকে নাটকটি প্রচারিত হয়েছিল বিটিভিতে। নির্মাণ করেছিলেন কামরুন নেসা হাসান। আলতা চরিত্রে অভিনয় করেছিলেন শমী কায়সার। সহশিল্পী ছিলেন তৌকীর আহমেদ। এবার সময়ের সঙ্গে তাল মিলিয়ে নাটকটি নতুন আঙ্গিকে নির্মাণ করলেন মাহফুজা আক্তার। আলতা চরিত্রে অভিনয় করেছেন হিমি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সজল, ডলি জহুর, আল মামুন, মাসুম আজিজ, জয়রাজ প্রমুখ।

নাটকের গল্প মূলত গ্রামের এক সাধারণ কিশোরীকে ঘিরে। বিয়ের রাতেই সে জানতে পারে, তার নববিবাহিত স্বামী একজন লোভী মানুষ। বিয়ে করাটাও যেন তার পেশা। বিয়ের পর যৌতুক আদায় করাই তার মূল উদ্দেশ্য। স্বামীর সঙ্গে আর দেখা হয় না তার। ভোরের আলো ফোটার আগেই নিজ বাড়িতে পালিয়ে আসে আলতা। ঘটনা পরিক্রমায় তার সঙ্গে পরিচয় হয় বিদেশ ফেরত এক যুবকের সঙ্গে। সেই পরিচয় থেকে ভালো লাগা, ভালোবাসা। কিন্তু হঠাৎ করেই আলতার স্বামীর আগমনে বদলে যায় ঘটনা পরিক্রমা।

‘আলতা’ নাটকটি প্রচার হবে আজ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads