• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
তবুও নিষিদ্ধ সারিকা!

মডেল ও অভিনেত্রী সারিকা

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

তবুও নিষিদ্ধ সারিকা!

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০১৮

অপেশাদার আচরণের অভিযোগে মডেল ও অভিনেত্রী সারিকা নিষিদ্ধ হয়েছিলেন ১ আগস্ট। সুনির্দিষ্ট অভিযোগে তাকে ছয় মাস নিষিদ্ধ করেছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন ও অভিনয়শিল্পী সংঘ। এদিকে নিষিদ্ধ থাকা অবস্থায় গত ২৪ সেপ্টেম্বর ক্ষমা প্রার্থনা করেছেন সারিকা। নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চেয়েছেন তিনি।

স্ট্যাটাসে সারিকা লিখেছেন, সরি, পাঁচ অক্ষরের একটা শব্দ। সবার কাছে আজ সত্যি মনের গভীর থেকে মাফ চাইছি— পরিবার, বন্ধু, সহকর্মী, আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে। কখনো যদি জেনে বা না জেনে এতটুকু আঘাত করে থাকি, অনুগ্রহ করে ক্ষমা করবেন। আমার চারপাশের কঠিন পরিস্থিতি ও শারীরিক সমস্যার কারণে কিছু জটিলতায় ভুগছিলাম। তবে এটাও মানছি, সব তা না। নিজের ব্যাপারেও সতর্ক ছিলাম না, ভুলত্রুটি যতটুকু পারি শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ শেখার না আছে শেষ, না আছে বয়স। আজ না হয় পুরনো কষ্ট মুছে ফেলে নতুন করে শুরু করি সব। আমরা সবাই এক, দুই দিনের পৃথিবী, এটাই বার বার ভুলে যাই আমরা, আর প্রকৃতি ততবারই চেষ্টা চালিয়ে যায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আর তাই আমিও সকলকে ক্ষমা করলাম যাদের কারণে আমি কষ্ট পেয়েছি বা ক্ষতিগ্রস্ত হয়েছি।

এদিকে, সারিকার ক্ষমা চাওয়ার বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয় উল্লেখ করে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘সারিকা যদি উপলব্ধি করেন তার ভুল হয়েছে, তাহলে আমাদের কাছে একটা চিঠি দেওয়া উচিত ছিল। অভিনয়শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য আমাদের এই সংগঠন। সারিকা অভিনয় করতে পারছেন না, এটা যদি তিনি উপলব্ধি করেন, তাহলে অবশ্যই আমরা তার পাশে দাঁড়াব। তবে সারিকাকে সাংগঠনিকভাবে আসতে হবে। তার ব্যাপারে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়নি। ফেসবুকে পোস্ট দিয়ে তাকে নিষিদ্ধ করা হয়নি। সাংগঠনিক সিদ্ধান্তে তাকে নিষিদ্ধ করা হয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads