• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
 চয়নিকার অভিযোগে বৈঠকে বসবে কমিশন

নির্মাতা চয়নিকা চৌধুরী

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

ডিরেক্টরস গিল্ড নির্বাচন

চয়নিকার অভিযোগে বৈঠকে বসবে কমিশন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০১৮

ছোটপর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। গতকাল সকালে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ অভিযোগ করেছেন তিনি। স্ট্যাটাসে চয়নিকা লিখেন, ‘যারা নির্বাচিত হয়েছেন সবাইকে অভিনন্দন। খুব খুব সুন্দর সমাবেশে ভোট হয়েছে। কিন্তু আমার একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন আছে। অন্য সব পদ বাদই দিলাম। সভাপতি, সেক্রেটারি, প্রচার সম্পাদক এবং অর্থ সম্পাদক এই পদে মাত্র একটি ভোট। তবে তো ভোটসংখ্যা সমান হওয়ার কথা! ৪৩২ সবার টাই হবার কথা। তাই না? এমনকি যে পদে দুটি আসন সেখানেও যোগ করলে সেই সংখ্যাই হওয়ার কথা। নাকি ভুল বললাম। কমবেশি তো হওয়ার কথা না। ভোট নষ্ট হলে পুরো পেপার বাতিল হবে। শুধু একজনের না। বাতিল হলে সবারটাই হবে। তাই না? নিয়ম আমি, আমরা জানি। আমাকে কি একজন সাধারণ নির্মাতা এবং একজন প্রার্থী হিসেবে বলবেন এই সংখ্যা ভিন্ন ভিন্ন কেন? ডিরেক্টরস গিল্ড এবং নির্বাচন কমিশনের কাছে তা জানতে চাই। আমার প্রশ্ন আমাকে তো করতেই হবে। উত্তর চাই।’

২০১৮-২০ মেয়াদে সংগঠনটির নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন চয়নিকা চৌধুরী। মাত্র চার ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। গতকাল দুপুরের পর আরো একটি স্ট্যাটাসে চয়নিকা জানিয়েছেন, ‘নির্বাচন কমিশনার এসএম মহসীনের সঙ্গে কথা হয়েছে চয়নিকার। গিল্ডের নতুন সভাপতির সঙ্গেও কথা বলেছেন চয়নিকা। বিষয়টি শুনে তারা দুজনই অবাক হয়েছেন। শপথ গ্রহণের আগেই ভোট পুনরায় গণনার আশ্বাস দিয়েছেন তারা।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন লাভলু বলেন, ‘আমিও ব্যাপারটি শুনেছি। যদি এমন কিছু হয়ে থাকে সেটা কষ্টের কারণ হবে। কারো মনে কষ্ট দিয়ে ক্ষমতায় যেতে চাই না। অনেকেই ভোটের হিসাব আবারো খতিয়ে দেখতে বলছেন। নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব ব্যাপারটি তদন্ত করে সঠিক ব্যবস্থা নিতে। সত্যি যদি কোনো গরমিল থাকে তবে ভোট পুনরায় গণনা করাই উচিত। আমার এতে বিন্দুমাত্র আপত্তিও নেই। সংগঠনটা আমাদের। এখানে কোনো সমালোচনা থাকবে না।’

খোঁজ নিয়ে জানা গেছে, আজ দুপুরে বিষয়টি নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ডিরেক্টরস গিল্ডের এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে আছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, কাওসার চৌধুরী ও এসএম মহসীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads