• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বুসানে দেখাবে ‘ইতি, তোমারই ঢাকা’

‘ইতি, তোমারই ঢাকা’ ছবির একটি দৃশ্য

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

বুসানে দেখাবে ‘ইতি, তোমারই ঢাকা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। উৎসব শুরু হয়েছে ৪ অক্টোবর থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এ চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হবে ‘ইতি, তোমারই ঢাকা’। আজ এবং ৯ ও ১১ অক্টোবর ইংরেজি ও কোরিয়ান ভাষার সাবটাইটেলেও চলচ্চিত্রটি দেখানো হবে। বুসান উৎসবের ২৩তম আসরে ৭৯টি দেশ থেকে মোট ৩২৩টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। যার মধ্যে ১১৫টি বিশ্ব প্রিমিয়ার এবং ২৫টি ছবির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

আবু শাহেদ ইমন জানান, রাজধানী ঢাকাকে প্রাধান্য দিয়ে অমনিবাস চলচ্চিত্র নির্মাণ করেছেন ১১ নির্মাতা। যে খবরটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক বিনোদন ম্যাগাজিন ‘ভ্যারাইটি’। বাংলাদেশে প্রথমবারের মতো ‘স্বল্পদৈর্ঘ্যে দীর্ঘ যাত্রা’র স্লোগান নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম নির্মাণ করে ‘ইতি, তোমারই ঢাকা’। প্রকল্পটির আওতায় ১১ তরুণ নির্মাতা নির্মাণ করেন ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এ ছবিগুলোকে আন্তর্জাতিক মহলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে এশিয়ার অন্যতম বড় সিনেমা উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’র নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান। অমনিবাস চলচ্চিত্রটি নিয়ে ভ্যারাইটিকে সাক্ষাৎকার দেন অমনিবাস চলচ্চিত্রটির ক্রিয়েটিভ প্রডিউসার ও নির্মাতা আবু শাহেদ ইমন।

ভ্যারাইটির পক্ষে আবু শাহেদ ইমনকে অমনিবাস চলচ্চিত্রটির পরিকল্পনা নিয়ে জানতে চাইলে এই নির্মাতা বলেন, ‘এই আইডিয়াটি আমার মাথায় অনেক দিন থেকে ঘুরছিল। অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াতে সিনেমা নিয়ে পড়াশোনার সময় সব সময়ই ভেবেছি আমি বাংলাদেশে ফিরে যাব এবং সেখানকার চলচ্চিত্র নিয়ে কিছু করব।’

ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে ইমন আরো বলেন, ১১টি সিনেমাতেই মূলত উঠে এসেছে ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ। সেই সঙ্গে ঢাকার নিজস্ব এক সংস্কৃতিও ফুটে উঠেছে সেখানে। ছবিগুলোতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। ঢাকা শহরের গল্প নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রগুলো নির্মাণ করছেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ, আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ সাওকী, তামিন নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

আবু শাহেদ ইমন ইমপ্রেস টেলিফিল্মের ‘জালালের গল্প’ ছবিটিও নির্মাণ করেছেন। এ ছবিটি দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে ৭টি ক্যাটাগরিতে। ৩০টিরও অধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads