• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
একসঙ্গে দুই বাংলায় ববি

অভিনেত্রী ববি

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

একসঙ্গে দুই বাংলায় ববি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘বেপরোয়া’। ছবির সব কাজ মাসখানেক আগেই সম্পন্ন হয়েছে। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইচ্ছে আরো কিছুদিন অপেক্ষা করা। কারণ বড় পরিসরে মুক্তির পরিকল্পনা তাদের। এর মাধ্যমে প্রথমবারের মতো ওপার বাংলায় এভাবে মুক্তি পাচ্ছে ববির ছবি। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন রোশান।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল, এবারের পূজাতে কলকাতা ও বাংলাদেশে মুক্তি দেওয়ার। কিন্তু কলকাতায় তাদের বড় বাজেটের আরো ছয়টি ছবি আসবে। তাই সব কিছু বিবেচনা করে পুজোর পর মুক্তি দিতে চাচ্ছি।’ তিনি আরো জানান, ছবিটি কলকাতায় সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এটি সেন্সর পেলেই মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।

প্রথমবারের মতো ওপার বাংলায় নিজের ছবি মুক্তি প্রসঙ্গে ববি জানান, তিনি এই দিনটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন। ববি বলেন, ‘আমাদের চলচ্চিত্রের বাজার ছোট হয়ে গেছে। দেশের প্রেক্ষাগৃহ কমে গেছে। কিন্তু অন্যদিকে ছবির বাজেট বেড়ে গেছে। এ দিক থেকে বিবেচনা করলে ওপার বাংলায় আমাদের চলচ্চিত্র মুক্তি পেলে সেটা আমাদের জন্য সুখের খবর। আর শিল্পী হিসেবে আমি সব সময়েই চেয়েছি, বাংলাভাষী পৃথিবীর সব মানুষ আমার ছবি দেখুক। পশ্চিমবঙ্গে আমাদের শিল্পীদের ছবি এখন নিয়মিত মুক্তি পাচ্ছে। আমার নিজের ছবি এটাই প্রথম। বেশ ভাল্লাগছে।’

‘বেপরোয়া’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। এতে ববি-রোশান ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads