• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
অস্কারে ৮৭ দেশ থেকে জমা পড়েছে চলচ্চিত্র

ছবিগুলো পর্যালোচনা শেষে আগামী ২২ জানুয়ারি নমিনেশন লিস্ট প্রকাশ করা হবে

ছবি : ইন্টারনেট

আনন্দ বিনোদন

অস্কারে ৮৭ দেশ থেকে জমা পড়েছে চলচ্চিত্র

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ অক্টোবর ২০১৮

৯১তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য মোট ৮৭টি দেশ থেকে চলচ্চিত্র জমা পড়েছে। বাংলাদেশ থেকে জমা পড়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রটি। যদিও ‘ডুব’ নামে এটা অস্কারে প্রতিযোগিতার জন্য নিবন্ধিত হয়নি। সেখানে ছবিটির ইংরেজি নাম ‘বেড অব রোজেস’ ব্যবহার করা হয়েছে।

অস্কারে বিদেশি ভাষা বিভাগে প্রতিযোগিতার জন্য সার্কভুক্ত দেশ থেকে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল থেকে ছবি জমা পড়েছে। ভারত থেকে ‘ভিলেজ রকস্টার’ (পরিচালক রিমা দাশ), পাকিস্তান থেকে ‘কেক’ (পরিচালক অসীম আব্বাসী), নেপাল থেকে ‘পঞ্চায়েত’ (পরিচালক শিবাম অধিকারী) ও আফগানিস্তান থেকে ‘রনা আজিমস মাদার’ (পরিচালক জামসিদ মাহমুদি) ছবি অস্কারে নিবন্ধিত হয়েছে।

ছবিগুলো পর্যালোচনা শেষে আগামী ২২ জানুয়ারি নমিনেশন লিস্ট প্রকাশ করা হবে। সেখান থেকে সেরা বিদেশি ভাষার ছবির নাম ঘোষণা করা হবে অস্কার আসরের চূড়ান্ত দিন আগামী ২৪ ফেব্রুয়ারি। ৯১তম অস্কার আসর বসছে যথারীতি হলিউডের ডলবি থিয়েটারে।

৯০তম অস্কারে বিদেশি ভাষার ছবি হিসেবে অস্কার জিতে নিয়েছিল চিলির ‘আ ফ্যান্টাসটিক ওম্যান’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads