• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মনোনয়নপ্রত্যাশী ফারুক

চিত্রনায়ক ফারুক

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

মনোনয়নপ্রত্যাশী ফারুক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ অক্টোবর ২০১৮

পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু হলেও ফারুক নামেই ব্যাপক পরিচিত তিনি। আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী। অনেক দিন আগেই আওয়ামী লীগের দলীয় টিকেট নিয়ে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ফারুক। বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমেও সে সংবাদ প্রকাশিত হয়েছিল।

আসছে নির্বাচন নিয়ে বাংলাদেশের খবরের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে ফারুকের। মনোনয়নের ব্যাপারে জানতে চাইলে ফারুক বলেন, ‘দল থেকে আমাকে এখনো কিছু বলেনি। কারো সঙ্গেই আমার ফাইনাল কথা হয়নি। জনগণের চাওয়াটাকে আমি তুলে ধরেছি। জনগণ যেটা চায়। দলের অনেকেই আমাকে পছন্দ করেন। অনেকের মুখের কথায় সেটা বুঝতে পারি। এটাকে তো আর ১০০ ভাগ সিউর বলতে পারি না। আমাকে যখন ডাকবেন বা যদি ডাকেন, আমি কথা শুনব। তারপরই কাজে নামব।’

আগেই বলেছিলেন গাজীপুর-৫ আসন থেকে নির্বাচন করতে চান ফারুক। জানতে চাইলে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই আসনটাই আমি চাইব। প্রথম কারণ হলো, এখানে আমাদের ৪০০ বছরের বাস। ৪০০ বছর আগে থেকে আমাদের বংশ ওই জায়গার বাসিন্দা। দ্বিতীয়, সত্তর দশকে বঙ্গবন্ধু সেখানে গিয়েছিলেন। নদীর ঘাটে যেখানে লঞ্চ ভিড়েছিল, সে জায়গাটাও আমাদের। পরে আমার বাবা বঙ্গবন্ধুকে ওই জায়গাটা দিয়ে দিয়েছেন। তার নামে দেননি, কিন্তু তাকে উৎসর্গ করে দিয়েছিলেন।’

বঙ্গবন্ধুর নামে সেখানকার বাজারের নামকরণ করা হয় জানিয়ে চিত্রনায়ক ফারুক আরো বলেন, ‘বঙ্গবন্ধু নিজেই এ বাজারের নাম দিয়েছিলেন। গাজীপুর-৫ আসনে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি আছে, মুক্তিযুদ্ধের স্মৃতি আছে। কালীগঞ্জ এক সময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল। সে ঘাঁটিকে প্রথম ধ্বংস করে জাসদ। জাসদ নামধারী কিছু লোকজন সেখানে ঢুকে আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করে দেয়।’

মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়ী হলে কালীগঞ্জে কাজ করতে চান ফারুক। কালীগঞ্জের মানুষের জন্য কাজ করতে চান তিনি। বঙ্গবন্ধু বাজারটাকে সাজানো উচিত বলে মনে করেন ফারুক। তিনি জানান, কারো প্রতি তার কোনো অভিযোগ নেই, অভিমান নেই। জনগণ চাইলে সেখান থেকে নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন তিনি। বলেন, ‘আমার কথা দুটি। এক. আমি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। দুই. জনগণ আমাকে চায়।’

প্রধানমন্ত্রী আমার বড় বোন। তাকে আমি ‘আপা’ ডাকি উল্লেখ করে ফারুক আরো বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। তার কাছে থেকে অনেক কাজ করেছি। তিনি আমাকে যেটা বলতেন, সেটাই করতাম। একদম বাচ্চা থাকা অবস্থায় তার কাছে যাওয়ার সুযোগ হয়েছিল। তিনি আমাকে অনেক আদর করতেন। আমি তার স্নেহ পেয়েছি, তার ভালোবাসা পেয়েছি।’

ফারুক মনে করেন, বর্তমান প্রধানমন্ত্রীর আরো অনেক দিন ক্ষমতায় থাকা উচিত। তিনি দেশের জন্য ভালো কিছু করতে চান। তিনি প্রতিটি মানুষের জন্য কাজ করতে চান। প্রধানমন্ত্রীর কাছে ফারুকের প্রত্যাশা, আরো দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশকে সুন্দর জায়গায় নিয়ে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য সত্য এবং সঠিক লোক তার আশপাশে দরকার বলেও মনে করেন এ চিত্রনায়ক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads