• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কালীগঙ্গার ধারে লালনের টানে উপচেপড়া ভিড়

ফকির লালন সাঁই

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

কালীগঙ্গার ধারে লালনের টানে উপচেপড়া ভিড়

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০১৮

ফকির লালন সাঁইয়ের ১২৮তম তিরোধান দিবসে মরা কালীগঙ্গার কোলঘেঁষা ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে ভক্তদের ঢল নেমেছে। কুষ্টিয়া শহর থেকে ছেঁউড়িয়া মাত্র ১০ মিনিটের রাস্তা হলেও সে রাস্তায় যেতে সময় লাগছে ঘণ্টার ওপরে। তিরোধান দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ। দাওয়াত নেই, পত্র নেই তবুও লালনের গান ও জীবনাচারণের টানে সাধু-গুরু বৈষ্ণব ছাড়াও ভিড় করেছে সাধারণ দর্শনার্থীরা। একতারা, দোতারা, ঢোল ও বাঁশির সুরে মুখরিত হয়ে উঠেছে লালনভূমি ছেঁউড়িয়া।

মঙ্গলবার সাধুসঙ্গে আসা লালনভক্তরা দলবেঁধে সাধু-গুরু কর্তৃপক্ষের দেওয়া সকালের অধিবাসে পায়েস ও মুড়ির বাল্যসেবা গ্রহণ করেন। দুপুরে আবার কালিগঙ্গায় স্নান সেরে ইলিশ মাছ-ভাত ও ত্রিব্যঞ্জন দিয়ে (তিন ধরনের সবজি দিয়ে তৈরি তরকারি) দুপুরের খাবার পুণ্যসেবা গ্রহণ করেন। ভেতরে লাইন দিয়ে কলাপাতা সামনে নিয়ে হাজার হাজার সাধু-ফকিরের অপেক্ষা। একটু পরেই একযোগে খাবার বিতরণ শুরু হলেও নেই কোনো তাড়াহুড়োর বালাই।

মূল গেট থেকে ভেতরে ঢুকে অডিটোরিয়ামের নিচে বসে প্রবীণ মুক্তিযোদ্ধা ফকির নহির শাহ। বয়স প্রায় ৭৯ বছর। তিরোধান দিবসে প্রতিবছরের মতো এবারো সাধক লালনের আধ্যাত্মিক দর্শন লাভের আশায় দূর-দূরান্ত থেকে মানুষ প্রাণের টানে ছুটে আসেন। একই সঙ্গে চলছে দীক্ষাপর্ব। খাদ্যসহ খেলনার দোকানগুলোয় ভিড় করতে দেখা গেছে দর্শনার্থীদের। প্রতিদিন সন্ধ্যায় মেলার মাঠের স্থায়ী মঞ্চে বসে আলোচনা সভা। এর পরপরই শুরু হয় লালন একাডেমির শিল্পীদের গান।

ফকির লালন সাঁইয়ের জীবনকর্ম, জাতহীন মানবদর্শন, মরমি সঙ্গীত ও চিন্তাচেতনা এখন আর এই ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে সীমাবদ্ধ নেই। দেশের সীমানা পেরিয়ে তা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বে। তার সঙ্গীত ও ধর্ম-দর্শন গবেষণার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

ছেঁউড়িয়ার বাতাসে এখন শুধুই ‘পারে লয়ে যাও আমায়’, ‘ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে’, ‘বদ হাওয়া লেগেছে পাখির গায়’, ‘বাড়ির পাশে আরশী নগর’ ছাড়াও লালনের অগুনতি গানের কথা আর সুর। বিমোহিত মানুষ গানে আর সুরে খুঁজে নিচ্ছে নিজ নিজ আত্মার টান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads