• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

দেবী আসছে শুক্রবার

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০১৮

আমি প্রযোজকদের কাছে গিয়েছিলাম। তারা আমার ওপর বিশ্বাস রাখতে পারেননি। ‘দেবী’ হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টি। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ১৯ অক্টোবরের পর সবাই এটা বিশ্বাস করবেন, অনম বিশ্বাস নামে একজন পরিচালক আছেন। যিনি ‘দেবী’ ছবি নির্মাণ করেছেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ‘দেবী’ ছবির মিট দ্য প্রেস অনুষ্ঠানে এমনটাই বলেন জয়া আহসান। ১৯ অক্টোবর সারা দেশে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ও প্রযোজিত ছবি ‘দেবী’। হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসের অনুপ্রেরণায় নির্মিত এ ছবিটি সরকারি অনুদান পেয়েছিল ২০১৬ সালে। ২০১৭ সালের ১৮ মার্চ থেকে চিত্রায়ণ শুরু হওয়া এ ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস।

মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বক্তব্যে তিনি বলেন, ‘জয়া আহসান অনেক সাহসিকতার সঙ্গে ছবিটি নির্মাণ করেছেন এবং যথাসময়ে শেষ করেছেন। এজন্য তাকে আমি ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমি ছবিটির সাফল্য কামনা করছি।’

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান, পরিচালক অনম বিশ্বাস, অভিনেতা চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, অনিমেষ আইচসহ ছবির কলাকুশলীরা।

‘দেবী’ ছবিটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, পরীক্ষার ফলাফল প্রকাশের আগের দিন রাতে একজন পরীক্ষার্থীর যেমন লাগে, আমারও ঠিক তেমনই লাগছে। শেষ কবে ঠিকমতো ঘুমিয়েছি জানি না। ‘দেবী’ মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, রাতের ঘুম তত হারাম হয়ে যাচ্ছে।

ছবিতে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। চঞ্চল চৌধুরীকে দেখা যাবে মিসির আলির চরিত্রে। অন্যদিকে শবনম ফারিয়া অভিনয় করেছেন নীলু চরিত্রে। ছবিতে থাকছে মোট ৪টি গান। মমতাজের গাওয়া ‘দোয়েল পাখি কন্যারে’ গানটি মূল ছবিতে থাকছে না বলে জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে। গানটি শুধু প্রচারণার জন্য তৈরি করা হয়েছিল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads