• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গানের অ্যালবাম

শহীদ শেখ রাসেল

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গানের অ্যালবাম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৫তম জন্মদিন আজ (১৮ অক্টোবর)। এ উপলক্ষে গীতিকবি সুজন হাজং প্রকাশ করেছেন একটি গানের অ্যালবাম। ‘রাসেল সোনা’ শিরোনামের এ অ্যালবামে তিনটি গান রাখা হয়েছে। তাতে কণ্ঠ থাকছে ফাহমিদা নবী, সুমন কল্যাণ ও লাবণ্য’র। সুজন হাজংয়ের লেখা গানগুলোর দু’টোতে সুর করেছেন যাদু রিছিল। বাকিটার সুর করেছেন সুমন কল্যাণ।

জানা গেছে, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে অ্যালবামের ২টি গান গতকাল (বুধবার) সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। বাকিটা শিগগিরই প্রকাশ হবে।

এ প্রসঙ্গে সুজন হাজং বলেন, শেখ রাসেল আমাদের হূদয়ে প্রোথিত একটি শব্দ। একটি আবেগ। যে শব্দ দিয়ে নতুন সাহিত্য এবং সঙ্গীত রচিত হয়। যে আবেগ দিয়ে বাঙালির চোখ ভিজে যায়। বাঙালির ইতিহাসও রক্তাক্ত হয়। এই গানগুলোর মাধ্যমে শেখ রাসেলকে স্মরণ করতে চাই আমরা। পৃথিবীর বুকে যেন আর কোনো নিষ্পাপ শিশুকে হত্যা করা না হয়, সে প্রার্থনা জানাই।

অ্যালবামে ‘ছোট্ট রাসেল সোনা’ শিরোনামের গানটি গেয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। এ প্রসঙ্গে তিনি বলেন, বেদনা এবং আশা— এ দুটোকে এক করা কঠিন। গানটি গাওয়ার সময় আমার মনে হয়েছে, আমিই রাসেলের বোন। আমি আবেগাক্রান্ত হয়ে পড়ি। প্রত্যাশা করি, রাসেলের মতো পরিণতি পৃথিবীর আর কোনো শিশুর যেন না হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads