• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

  • আল কাছির
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৮

রুপালি গিটার ফেলে সত্যি না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছেন তার সহকর্মী, তারকা থেকে শুরু করে অনেক ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।

হাসপাতালে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়েছে আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের বন্ধু এন্ড্রু কিশোর। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘মন মানতে চায় না বাচ্চু নেই। আমরা যখন আজকের মতো এত পরিচিত হয়ে উঠিনি তখন থেকেই আমরা বন্ধু। আমাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। একজন অসাধারণ শিল্পী ছিলেন বাচ্চু। তার মতো গিটার প্রেমিক আমি কখনোই দেখিনি। হাতে টাকা থাকলেই গিটার কিনত।’

সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ গতকাল সকালে জানান, ‘খবরটা আমি শুনেছি। মানসিকভাবে আমি আসলে ঠিক নেই।’ আইয়ুব বাচ্চুর মৃত্যু সংবাদ শুনে হাসপাতালে ছুটে গিয়েছেন সঙ্গীতশিল্পী পারভেজ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘বাচ্চু ভাই আমাদের অনেক অনুপ্রাণিত করতেন। অভিভাবকের মতো করে আমাদের আগলে রাখতেন। তিনি আমাদের মাঝে নেই আমি এখনো ভাবতে পারছি না। আমার কিছু বলার নেই। ভাষা নেই আমার। সবাই প্লিজ বাচ্চু ভাইয়ের জন্য দোয়া করবেন।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী বলেন, ‘তিনি অত্যন্ত হূদয়বান। ভালো মনের মানুষ। বাচ্চু কী ছিলেন তা সবাই জানি। তার স্থান পূরণ হওয়ার নয়। আর ভাষা নেই। আর কিছু বলতে পারছি না।’ আইয়ুর বাচ্চু খুবই সহজ সরল প্রকৃতির ছিলেন। উল্লেখ করে শিল্পী ফকির আলমগীর বলেন, ‘আইয়ুব বাচ্চু সব সময় আমাকে গুরু বলে ডাকত। তার মধ্যে কোনো অহঙ্কার ছিল না। বাচ্চু চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হলো। তার মতো এমন সজ্জন, অমায়িক, মিশুক লোক দেশে আর কেউ ছিল না।’

‘তার কাছে আমাদের আরো অনেক কিছু নেওয়ার ছিল। এত দ্রুত তিনি চলে যাবেন ভাবিনি। তার অকাল মৃত্যুতে সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে।’ এমনটাই জানান ফিডব্যাক ব্যান্ডের গিটারিস্ট লাবু রহমান। জেমসের ব্যান্ড দল ‘নগর বাউল’ তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলা রক সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। এই ক্ষতি বাংলা সঙ্গীতের জন্য অপূরণীয়। উনার আত্মার মাগফিরাত কামনা করছি।’

জেমস তার ব্যক্তিগত মত জানাতে গিয়ে বলেন, ‘আমরা বাংলা গানের একজন কিংবদন্তিকে হারালাম। তার অসময়ে চলে যাওয়াটা বাংলা গানের জন্য অপূরণীয় ক্ষতির।

সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ তার ফেসবুকে লিখেছেন, ‘তিনি তার প্রিয় মায়ের কাছেই চলে গেলেন অবশেষে। চিন্তায়, মননে, গানে আপনি ছিলেন, আছেন, থাকবেন আজীবন। শ্রদ্ধা ভালোবাসা।’ প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব লিখেছেন, ‘মেনে নিতে পারছি না বাচ্চু ভাই নেই, মানুষ চলে যাবে। কিন্তু এভাবে অসময়ে কেন? রাজা চলে গেলেন, রাজার মতো করে।’ মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ তার ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহ তোমার আত্মাকে শান্তি দান করুন আইয়ুব বাচ্চু। সুর আর গানে তুমি কোটি হূদয়কে স্পর্শ করেছো। এই হঠাৎ মৃত্যুতে আমি শোকাহত।’ চিরকুট ব্যান্ড তাদের ফ্যানপেজে শোক প্রকাশ করে লিখেছে, ‘আমাদের গানের পাখি, বাংলা ব্যান্ডের কিংবদন্তি আমাদের আইয়ুব বাচ্চু ভাই, এলআরবির আইয়ুব বাচ্চু ভাই, বাংলাদেশের আইয়ুব বাচ্চু ভাই আমাদের সবার মাথার ছায়া এবি আর নেই!’ আইয়ুব বাচ্চুর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে ব্যান্ডদল শিরোনামহীন। দলের ফেসবুক পেজে তারা লিখেছেন, ‘কিংবদন্তি আইয়ুব বাচ্চু ভাই আর আমাদের মাঝে নেই। বিনম্র শ্রদ্ধা রইল।’

আইয়ুব বাচ্চুর মৃত্যুশোক প্রকাশ করেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘কখনো চলে গেলে টাইমলাইন জুড়ে টের পাওয়া যায় মানুষটা কতটা বেশি করে ছিল। কখনো কখনো তাই না থাকাটাও হয়ে ওঠে থাকার অনেক বড় স্বাক্ষর। মানুষ হয়তো তাই চলে যায়।’

‘আমার একটা মুভিতে তার প্লেব্যাক ছিল। শেষ যেদিন তার সঙ্গে দেখা হয় তিনি আমাকে বলেছিলেন, হিরো এত সুন্দর একটা গান গেয়ে দিলাম, আর সিনেমাতে এটা কী করলা। যদি পারো গানটি নিয়ে আবার কাজ কইরো, ফুটিয়ে তুইলো।’ আইয়ুব বাচ্চুর সঙ্গে শেষ স্মৃতি সম্পর্কে এমনটাই বলেন চিত্রনায়ক ফেরদৌস।

শোক প্রকাশ করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘চলে গেলেন আইয়ুব বাচ্চু ভাই। শ্রদ্ধা।’ সঙ্গীতশিল্পী ন্যান্সি তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘হাসতে দেখো গাইতে দেখো/অনেক কথায় মুখর আমায় দেখো/দেখো না কেউ হাসি শেষে নীরবতা/ আপনি আমাদের অন্তরে ছিলেন, আছেন, থাকবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

চিত্রনায়ক শাকিব খানের ফেসবুক পেজে স্মরণ করা হয়েছে আইয়ুব বাচ্চুকে। একটি ছবি শেয়ার করে স্মরণ করা হয়েছে তাকে। ক্যাপশনে লেখা ছিল, ‘ওপারে ভালো থাকবেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু।’ প্রয়াত আইয়ুব বাচ্চুর আত্মার শান্তি কামনা করেছেন চিত্রনায়ক সাইমন। একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘সেদিনের কথা, সাইমন গিটার আমার প্রাণ! এত দ্রুত এত অচেনা হয়ে যাবেন ভাবতে পারিনি, বলেছিলেন অনেক আড্ডা হবে, আর তো হবে না ভাই! আমাদের ছেড়ে চলে গেলেন রক স্টার আইয়ুব বাচ্চু।’

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘আজকের দিনটা মন খারাপের। আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুন।’ চিত্রনায়ক নীরব লিখেছেন, ‘এই রুপালি গিটার ফেলে/একদিন চলে যাব দূরে, বহুদূরে/ সেদিন অশ্রু তুমি রেখো, গোপন করে!’

চিত্রপরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস হাসপাতালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘ছোটবেলা থেকে উনার গান শুনে, গিটার শুনে, গান দেখে অনুভব করেই বড় হওয়া। অনেক সময়ই বলেছি, শরীরের দিকে একটু যত্নশীল হন। একটু সাবধানে থাকেন। উনি বলতেন, ধুর দেবো, আমি তোর থেকেও ইয়াং। ওই কথাগুলো স্মরণে আসছে। আইয়ুব বাচ্চু ছিলেন, আইয়ুব বাচ্চু আছেন, আইয়ুব বাচ্চু থাকবেন। আমরা যারা আইয়ুব বাচ্চুকে চিনি আমরা সবাই সারাজীবন তার গান ধারণ করেই, তার গান লালন করেই বাঁচব। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন।’

শোক প্রকাশ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান নিজের ফেসবুকে লিখেছেন, ‘আপনার জায়গা পূরণ হওয়ার নয়। বড় অসময়ে চলে গেলেন।’ আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক অনুপম রায়। তিনি লিখেছেন, ‘বাচ্চু ভাইয়ের (আইয়ুব বাচ্চু) এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে।’ কলকাতার ফকিরা ব্যান্ড দলের ভোকাল তিমির বিশ্বাস তার ফেসবুকে লিখেছেন, ‘মহাপ্রয়াণ। ভালো থাকবেন, ভালো রাখবেন। স্যার আইয়ুব বাচ্চু, আপনার আত্মার শান্তি কামনা করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads