• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আইয়ুব বাচ্চু স্মরণে অঝোরে কাঁদলেন জেমস

অঝোরে কাঁদলেন জেমস

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

আইয়ুব বাচ্চু স্মরণে অঝোরে কাঁদলেন জেমস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৮

বরগুনার কনসার্ট আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করলেন জেমস । কিংবদন্তী ব্যান্ডশিল্পীর মহাপ্রয়াণে অঝোরে কেঁদেছেন মঞ্চে দাঁড়িয়েই। মাত্র ৫টা গনি গেয়েই এরপর মঞ্চ ত্যাগ করেছেন। বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম অগ্রপথিক আইয়ুব বাচ্চুর আকস্মিক প্রয়াণে শোকাহত নগরবাউলখ্যাত জেমস। তিনি বলেন, ‘ বাংলা রক সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু। ১৯৮০ সালের প্রথম দিকে তার সঙ্গে আমার পরিচয়। দীর্ঘ ৪০ বছর সুখে, দুঃখে মান-অভিমানে কেটেছে। হাজারো স্মৃতি। বাংলা রক সংগীতে তার অবদান বাংলাদেশ চিরদিন মনে রাখবে। ওনার এ প্রয়াণ বাংলা সংগীতের জন্য অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এটা ভাষায় প্রকাশযোগ্য নয়।’

শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে না পারার বেদনায় জেমসের বলেন, ‘সরকারী অনুষ্ঠানে অংশগ্রহণ করায় শেষবারের মতো তাকে একবার দেখতে পেলাম না এ আফসোস চিরজীবন থেকে যাবে।’

জেমসের মুখপাত্র রবিন ঠাকুর জানান, জেমসের উদ্যোগে বরগুনা জেলা স্টেডিয়ামে আয়োজিত আজকের কনসার্টটি উৎসর্গ করা হয়েছে আইয়ুব বাচ্চুকে। জেমস নিজেই সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে কথা বলে কনসার্টটি তাকে উৎসর্গ করা উদ্যোগ নিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads