• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নিথর আইয়ুব বাচ্চুকে দেখে কাঁদলেন আসাদুজ্জামান নূর

কাঁদছেন আসাদুজ্জামান নূর

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

নিথর আইয়ুব বাচ্চুকে দেখে কাঁদলেন আসাদুজ্জামান নূর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ। গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টায় তার মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ রাখা হয়।

এ সময় শেষ বিদায় জানাতে উপস্থিত হন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সড়ক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, ফোয়াদ নাসের বাবু, রফিকুল আলম, ফকির আলমগীর, কাজী হাবলু, প্রিন্স মাহমুদ, মানাম আহমেদ, শাফিন আহমেদ, হাসান আবিদুর রেজা জুয়েল, শাহেদ, শফিক তুহিন, তানজীর তুহীন, জয় শাহরিয়ার, ডিরকস্টার শুভ, অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা, ফয়সাল, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, নির্মাতা সালাহউদ্দিন লাভলুসহ অনেকে। ছিলেন এলআরবির সদস্যরাসহ দেশের বেশিরভাগ ব্যান্ড সদস্যরা। 

এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন শ্রদ্ধা জানাতে। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ নেওয়া হয় জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে বাদ জুমা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। এ ছাড়া আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় চ্যানেল আই প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজা শেষে এই শিল্পীর মরদেহ ফের হিমঘরে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব ও ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব দেশে এলে চট্টগ্রামে আজ শনিবার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।

১৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা আইয়ুব বাচ্চুকে মৃত ঘোষণা করেন।

স্কয়ার হাসপাতালের মুখপাত্র চিকিৎসক মো. নাজিম উদ্দিন বলেন, ‘তিনি (আইয়ুব বাচ্চু) দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। তার হার্টের কার্যক্ষমতা ছিল ৩০%। সর্বশেষ তিনি গত সপ্তাহে স্কয়ার হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। এর আগে ২০০৯ সালে তিনি হার্টে রিং পরিয়েছিলেন।’

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন গুণী এই শিল্পী। শ্রোতা-ভক্তদের কাছে এবি নামেও পরিচিত আইয়ুব বাচ্চু। ডাক নাম রবিন।

১৯৭৮ সালে ‘ফিলিংস’ ব্যান্ডের মাধ্যমে আইয়ুব বাচ্চুর সঙ্গীত জগতে যাত্রা শুরু হয়। ১৯৯১ সালে জন্ম নেওয়া ‘এলআরবি’ ব্যান্ড দলের লিড গিটারিস্ট ও ভোকাল ছিলেন তিনি। এর আগে তিনি প্রায় ১০ বছর সোলস ব্যান্ডের সঙ্গে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads